Panic Attack : হঠাৎ বুক ধড়ফড়, গলা শুকিয়ে প্রচণ্ড ঘাম! প্যানিক অ্যাটাকে শান্ত হবেন কী ভাবে

Last Updated:

Panic Attack : দ্রুত হৃদস্পন্দন, অতিরিক্ত ঘাম, হাত পা কাঁপা, বমি বমি ভাব, অসাড় হয়ে যাওয়া, বুকে ব্য়থার মতো উপসর্গ দেখা যায় এই হঠাৎ ভয়ের ফলে।

হঠাৎ বুক ধড়ফড়, গলা শুকিয়ে প্রচণ্ড ঘাম! প্যানিক অ্যাটাকে শান্ত হবেন কী ভাবে
হঠাৎ বুক ধড়ফড়, গলা শুকিয়ে প্রচণ্ড ঘাম! প্যানিক অ্যাটাকে শান্ত হবেন কী ভাবে
#কলকাতা: প্যানিক অ্যাটাক এই কথাটির সঙ্গে অনেকেই পরিচিত। হঠাৎ প্রচণ্ড ভয় যখন জাঁকিয়ে বসে তখন শরীরে কিছু প্রভাব পড়ে। দ্রুত হৃদস্পন্দন, অতিরিক্ত ঘাম, হাত পা কাঁপা, বমি বমি ভাব, অসাড় হয়ে যাওয়া, বুকে ব্য়থার মতো উপসর্গ দেখা যায় এই হঠাৎ ভয়ের ফলে। একেই বলে প্যানিক অ্যাটাক। এ এমনই এক অসুখ, যা যখন তখন এসে জাঁকিয়ে বসতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এর জন্য। তবে প্যানিক অ্যাটাকের সময়ে শান্ত হবেন কী ভাবে সেগুলি জেনে রাখা প্রয়োজন।
১) প্রথমেই নিজেকে শান্ত করতে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া দরকার। এতে কিছুটা স্বস্তি পাওয়া যায়।
২) যে মুহূর্তে এই ধরনের ভয় ধাওয়া করবে, তখনই নিজের যে কাজটা সবচেয়ে ভালো লাগে সেটাই করা উচিত। হতে পারে সেটা গান গাওয়া বা স্রেফ টিভি দেখা ইত্যাদি।
advertisement
৩) এক ধরনের থেরাপি হয়। 5-4-3-2-1 মেথড বলা হয় একে। পাঁচটি জিনিসের দিকে তাকিয়ে থাকুন। ৪ রকমের শব্দ শুনুন। তিন রকমের জিনিস স্পর্শ করুন। ২ রকমের গন্ধ অনুভব করুন এবং কোনও একটি জিনিসের স্বাদ নিন। সব কটা খুব ধীরে ধীরে করুন।
advertisement
৪) দিনে কিছু সময় নিয়মিত মেডিটেশন করুন। এতে উপকার পাবেন।
৫) নিয়মিত শরীরচর্চা করুন। শরীরচর্চা মানসিক স্ট্রেস কমাতে অনেকটাই সাহায্য করে।
৬) যাঁর সঙ্গে কথা বলে আরাম পান তাঁর সঙ্গেই কথা বলুন। চারপাশে এমন কিছু মানুষ থাকেই যাঁদের কথা বলার কোনও মাপকাঠি নেই। ভালো না লাগলে তাদের এড়িয়ে চলুন।
advertisement
৭) একটি চেয়ারে সোজা হয়ে বসুন। পায়ের পাতা মাটিতে চেপে রাখুন। এভাবে পাঁচ মিনিট বসুন।
৮) নিজেকে ভালো করে হাইড্রেটেড রাখুন। জল খাওয়া বন্ধ করবেন না। তবে বেশি ক্যাফিন জাতীয় খাবার খাবেন না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Panic Attack : হঠাৎ বুক ধড়ফড়, গলা শুকিয়ে প্রচণ্ড ঘাম! প্যানিক অ্যাটাকে শান্ত হবেন কী ভাবে
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement