Pancreatic Cancer: এই অভ্যেসটি থাকলে প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে সাবধানতা নিন, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনার শরীরে এমন কোনও জটিল রোগ বাসা বাঁধছে কিনা, তা খেয়াল রাখুন। (Pancreatic Cancer)
#কলকাতা: প্যানক্রিয়াস একটি গ্রিক শব্দ। যার অর্থ 'অল ফ্লেশ'। প্যানক্রিয়াস শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বাংলায় যার নাম অগ্ন্যাশয়। এই অগ্নাশয়ে ক্যান্সার কিন্তু খুবই মারাত্মক রোগ। গবেষকদের দাবি, এই রোগে আক্রান্তদের মাত্র ৬ শতাংশ বাঁচে। সবচেয়ে কষ্টকর ক্যান্সার রোগের কথা বললে, প্যানক্রিয়াটিক ক্যান্সারের কথাই উল্লেখ করেন চিকিৎসকেরা (Pancreatic Cancer)। আপনার শরীরে এমন কোনও জটিল রোগ বাসা বাঁধছে কিনা, তা খেয়াল রাখুন। (Pancreatic Cancer)
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটে তীব্র যন্ত্রণা হয়। পেটের উপর থেকে শুরু হওয়া এই যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা উঠতে পারে। অনেক ক্ষেত্রে আবার তীব্র ব্যথার সঙ্গে বমিও হয়ে থাকে। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টরা বলেন, প্যানক্রিয়াটাইটিসের মতো সিভিয়র পেন খুব কম অসুখেই হয়। প্যানক্রিয়াটাইটিস ছাড়া অন্ত্রে রক্তের সরবরাহ বন্ধ হয়ে গিয়ে, সেটি মৃত হয়ে পড়লেও এ রকম মারাত্মক যন্ত্রণা হয়ে থাকে। (Pancreatic Cancer)
advertisement
আরও পড়ুন: আপনি বিয়ে করেছেন? সলমান খানের জবাব, 'আমি বিবাহিত'! দেখুন
ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ঘনঘন পেটে ব্যথা হয়। খাবার হজম হয় না, ওজন কমতে থাকে। ডায়াবিটিস হতে পারে। অন্ত্রে পাচক রস পৌঁছয় না বলে, প্রোটিন বা ফ্যাটজাতীয় খাবার খেলেই পেটের সমস্যা শুরু হয়। বারবার স্টুল হতে থাকে। প্যানক্রিয়াটাইটিস থেকে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক প্যানক্রিয়াটিক ক্যান্সার।
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝরাতে রাস্তায় বাইক বন্ধ যুবতীর, এগিয়ে এলেন ডেলিভারি বয়! তার পরের ঘটনা ভাইরাল
চিকিৎসকদের দাবি, যাঁরা ধূমপান করেন তাঁদের প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। পাঁচজন রোগীর মধ্যে একজন রোগীই ধূমপান করেন বলে গবেষণায় উঠে এসেছে। ফলে ধূমপানের অভ্যেস থাকলে তা বন্ধ করুন। এছাড়াও আচমকা ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, পেটে ব্যথা, জন্ডিস, গাঢ় রঙের প্রস্রাব, চুলকানি, রক্ত জমাট বাঁধার মতো উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 3:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pancreatic Cancer: এই অভ্যেসটি থাকলে প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে সাবধানতা নিন, জানুন