Offbeat Travel Destination: বর্ণপরিচয়ের শ্রষ্ঠা, জন্মেছেন বাংলার এই গ্রামে, ছুটিতে ঘুরে আসুন তাঁর জন্মভিটে থেকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Offbeat Travel Destination: লং ড্রাইভে কিংবা পাহাড় সমুদ্র অনেক বার ঘুরে এসেছেন, তবে ঘুরে দেখুন প্রত্যন্ত গ্রামীন পরিবেশে এই প্রবাদপ্রতিম মহাপুরুষের জন্মভিটা। একদিনের ছুটিতে ঘুরে দেখুন বীর সিংহ গ্রাম। মন জুড়াবে আপনার।
পশ্চিম মেদিনীপুর: বাংলা বর্ণ শিক্ষার প্রবাদপ্রতিম প্রাণপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওরফে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে। সেই গ্রামেই রয়েছে তার বসতভিটে। সাজিয়ে তোলা হয়েছে গোটা গ্রাম। রয়েছে বিদ্যাসাগরের মায়ের নামাঙ্কিত বিদ্যালয়। আপনি যদি সপ্তাহ শেষে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করছেন তবে অবশ্যই ঘুরে দেখতে পারেন বিদ্যাসাগরের জন্মভিটে। সরকারি উদ্যোগে সাজিয়ে তোলা হয়েছে এলাকা। বসেছে তোরণ। শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। এছাড়াও সারাদিন বিদ্যাসাগরের বিরসিংহে কাটালে জানতে পারবেন অনেক কিছু। দেখতে পাবেন বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিস।
এখানে এলে শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে মন ভালো হয়ে যাবে। বেশ কয়েকটা মাটির বাড়িতে বর্ণমালা লেখা। কোথাও রয়েছে বিদ্যালয়। কলকাতা থেকে খুব কাছে পিঠে রয়েছে এমন সুন্দর এই জায়গা। মেদিনীপুর জেলার এক প্রান্তে, পূর্ব মেদিনীপুর কিংবা হুগলি জেলার খুব কাছেই এই গ্রাম। এখানেই জন্মেছিলেন বীরসিংহের বীরশিশু বিদ্যাসাগর।এখানে এলে জানতে পারবেন, বিশিষ্ট শিক্ষাব্রতী বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন দিক।এখানে বিদ্যাসাগরের জন্মস্থান, জন্ম বাড়িকে অন্যরকম করে সংরক্ষণ করা হয়েছে। গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। মায়ের কোলে ছোট্ট বিদ্যাসাগরের প্রতিকৃতি দেখলে মন ভরে যাবে। ছোট্ট ছুটি পেলে অবশ্যই চলে আসতে পারেন বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের জন্মভিটা, জন্মগ্রাম বীরসিংহে।
advertisement
advertisement
গ্রামে ঢুকতেইতোরণ, যা সাজিয়ে তোলা হচ্ছে বর্ণপরিচয় নানা বর্ণের আদলে।বিদ্যাসাগরের জন্মস্থানে রয়েছে ছোট্ট সংগ্রহালয়, যা পরিচিত বিদ্যাসাগর স্মৃতি মন্দির হিসেবে।বাইরের দেওয়ালে বিভিন্ন সময়ের নানা ছবি আঁকা।বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন পর্যায় মডেল আকারে তুলে ধরা হয়েছে। আছে তাঁর মর্মর মূর্তি। সুদৃশ্য বাগান। পাথরে খোদাই করা আছে বিদ্যাসাগরকে নিয়ে লেখা মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতা। দেখবেন পুরানো কুঁয়ো। বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে দেখবার বিষয়। মন আপনার জুড়াবেই। স্মৃতি মন্দিরে ঢোকার সময় নজরে আসবে মাইল ফলক, যেখানে বিদ্যাসাগরের নানা সময়ের উল্লেখযোগ্য কর্মকান্ডকে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরের বহু স্মৃতি এখানে ধরে রাখবার চেষ্টা করেছে প্রশাসন। শুধু তাই নয়, মায়ের নামে গ্রামে গড়ে তোলা হাইস্কুল এখানে অন্যতম দর্শনীয় ক্ষেত্র। আছে বিদ্যাসাগর নামাঙ্কিত গ্রন্থাগার।
advertisement
বিদ্যাসাগর ছোটবেলায় কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় পড়েছিলেন। সেই পাঠশালার হদিশ পাবেন এখানে। দেখতে দেখতে নষ্টালজিক হয়ে পড়বেন। স্মৃতিতে ভেসে উঠবে বিদ্যাসাগর সম্পর্কে বইতে পড়া বিষয়গুলো। রয়েছে বিদ্যাসাগরের মায়ের নামাঙ্কিত বিদ্যালয়, যা হেরিটেজ তকমা পেয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয়কে। ঘাটাল বাস স্ট্যান্ড থেকে মাত্র পনেরোকিলোমিটার দূরে এই জায়গা। কলকাতা থেকে বাস কিংবা অন্যান্য যাতায়াত মাধ্যম সুলভ। কলকাতা থেকেআসতে হবে ঘাটাল কিংবা ক্ষীরপাই। সেখান থেকে পৌঁছে যেতে পারবেন এই জায়গায়। সরকারি কটেজ না থাকলেও এই দুই পৌর এলাকায় মিলবে বেসরকারি লজ। গুগল লোকেশন https://maps.app.goo.gl/VhkKQzbt1RNzAp4S9
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 6:21 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Travel Destination: বর্ণপরিচয়ের শ্রষ্ঠা, জন্মেছেন বাংলার এই গ্রামে, ছুটিতে ঘুরে আসুন তাঁর জন্মভিটে থেকে