Oats Upma recipe: সুস্বাদু হলেও স্বাস্থ্যকর! সকালে খান একবাটি ওটস উপমা, বানাবেন কী ভাবে দেখুন

Last Updated:

Oats Upma recipe: সকাল সকাল লুচি বা পরোটাও খুব স্বাস্থ্যকর নয়। আবার ওটস খেতে পছন্দ করেন না এমন সংখ্যাই বেশি। তাই দরকার এমন একটি খাবার যা স্বাস্থ্যকরও, আবার সুস্বাদুও।

#কলকাতা: ব্যস্ততা ও নাইট শিফটের যুগে রোজকার নিয়ম প্রায় সকলেরই ওলট পালট হয়ে গিয়েছে। এমনিতেও হজমের সমস্যায় কখনওই ভোগেননি এমন বাঙালি খুঁজে বের করা কঠিন। কিন্তু বর্তমান জীবনযাপনের জন্য আরও ভাোগান্তি তৈরি হয়েছে। যার জন্য ডায়েট থেকে বাদ পড়েছে একের পরে এক সুস্বাদু খাবার। কিন্তু খাদ্যরসিক বাঙালির কি তাতে চলে? তার মেনুতে সুস্বাদু খাবার চাই-ই।
লিভার যতই চোখ রাঙাক, স্বাদকোরকের দাবি মেটাতেই হবে। কিন্তু কী ভাবে? কারণ বেশি তেল মশলা পাতে পড়লেই যে শরীর সায় দেবে না। তাই সুস্বাদু খাবারের সঙ্গে সখ্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ডায়েটিশিয়ানরা বলেন, শারীরিক ভাবে সুস্থ অনেকটাই থাকা যায়, যদি দিনের প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্টটা ভাল হয়। কিন্তু ব্রেকফাস্টের মেনু কী হবে! যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তারা দুধ জাতীয় কোনও খাবারই খেতে পারেন না। আবার সকাল সকাল লুচি বা পরোটাও খুব স্বাস্থ্যকর নয়। আবার ওট খেতে পছন্দ করেন না এমন সংখ্যাই বেশি। তাই দরকার এমন একটি খাবার যা স্বাস্থ্যকরও, আবার সুস্বাদুও। তেমনই একটি খাবার হল ওটস উপমা। হ্যাঁ ঠিকই শুনছেন, ওটস দিয়েও তৈরি করা যায় উপমা।
advertisement
জেনে নেওয়া যাক, ওটস উপমা বানাতে কী কী লাগবে ও কেমন ভাবে বানাবেন-
উপকরণ- হাফ কাপ ওট‌, ২.৫ গ্লাস জল, দুই টেবিল চামচ কড়াইশুটি, এক কাপ গাজরের কুচি, এক টেবিল চামচ ঘি, এক চা চামচ সরশে দানা, এক টেবিল চামচ অরহড় ডাল, কারি পাতা, কাঁচালঙ্কা, হিং, এক টেবিল চামচ কাজুবাদাম, একটা পেঁয়াজ, আধ কাপ সুজি, দুই টেবিল চামচ টক দই, লেবুর রস, চিনি, কুড়নো নারকেল
advertisement
advertisement
কীভাবে বানাবেন-
আধ কাপ ওটস কোনও তেল বা ঘি ছাড়াই কড়াইতে সেঁকে নিন প্রথমে। সেঁকা হয়ে গেলে একটি প্লেটে ঢেলে নিন। রোজ রোজ না সেঁকতে চাইলে বেশি করে একবারে সেঁকে একটি এয়ারটাইট কৌটে রেখে দিন। এবার আড়াই গ্লাস জল গরম করে নিন। এবার ফোটানো জলে কড়াইশুঁটি ও গাজর কুচি মিশিয়ে নিন। যতক্ষণ না কড়াইশুটি ও গাজর সেদ্ধ হচ্ছে জল ফুটতে দিন। এবার একটি কড়াইতে এক টেবিল চামচ ঘি দিন। ঘি গরম হলে এক চা চামচ সরশে দানা ও এক টেবিল চামচ অরহড় ডাল দিন।
advertisement
হালকা ভাজা হলে তার মধ্যে কয়েকটা কারি পাতা, একটা কাঁচা লঙ্কা কুচি, হিং-এর গুঁড়ো ও কাজু বাদাম দিন। এর মধ্যে একটা পেঁয়াজের কুচি দিন। ভাল করে নাড়তে থাকুন। এবার আধ কাপ সুজি দিন। সেঁকতে থাকুন। এবার এই মিশ্রণে সেঁকে রাখা ওটস মেশান। এবার আগে থেকে কড়াই শুঁটি ও গাজর সমেত সেদ্ধ জল মেশান কড়াইতে। ভার করে মিশ্রণটি নাড়তে থাকুন যতক্ষণ না জল টানছে। রান্না হওয়ার সময়েই দুই টেবিল চামচ টক দই, এক চিমটে চিনি ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে ইচ্ছে করলে নারকেল কুচি ও ধনে পাতাও দিতে পারেন। পুরো মিশ্রণটি জল না টানা পর্যন্ত নাড়তে থাকুন। জল টেনে নিলে গরম গরম পরিবেশন করুন।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Oats Upma recipe: সুস্বাদু হলেও স্বাস্থ্যকর! সকালে খান একবাটি ওটস উপমা, বানাবেন কী ভাবে দেখুন
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement