ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা উপকারী, কিন্তু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না

Last Updated:

যদিও অ্যালোভেরা জেল আমাদের জন্য খুবই উপকারী, তার চেয়েও বেশি উপকারিতা রয়েছে অ্যালোভেরা দিয়ে তৈরি করা তেলের মধ্যে, যা অনেকেরই অজানা। ত্বক এবং চুলের পুষ্টির পাশাপাশি অ্যালোভেরা তেল দ্রুত শরীরে থাকা ক্ষত নিরাময় করে।

শুধু জেল নয়, অ্যালোভেরা তেলের অঢেল উপকারিতা জেনেও আবাক হবেন
শুধু জেল নয়, অ্যালোভেরা তেলের অঢেল উপকারিতা জেনেও আবাক হবেন
হাজার হাজার বছর ধরে মানুষের কাছে, অ্যালোভেরা একটি জনপ্রিয় ঔষধি গাছ যার বিভিন্ন উপকারিতা আছে। প্রধানত, অ্যালোভেরা আমাদের ত্বকের স্বাস্থ্যের উন্নতি এবং চুল মজবুত করতে ব্যবহৃত হয়৷ যদিও অ্যালোভেরা জেল আমাদের জন্য খুবই উপকারী, তার চেয়েও বেশি উপকারিতা রয়েছে অ্যালোভেরা দিয়ে তৈরি করা তেলের মধ্যে, যা অনেকেরই অজানা। ত্বক এবং চুলের পুষ্টির পাশাপাশি অ্যালোভেরা তেল দ্রুত শরীরে থাকা ক্ষত নিরাময় করে। অ্যালোভেরা তেল নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে তার উপকারিতা দ্বিগুণ হয়ে যাবে।
অ্যালোভেরা তেলের আরও কিছু উপকারিতা হল:
ত্বক উন্নত করে
অ্যালোভেরায় অ্যালোসিন নামক একটি মিশ্র রয়েছে যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং ত্বকের টোন উন্নত করে। এটি আমাদের ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং এটিকে আরও প্রাণবন্ত দেখায়। হলুদ এবং নারকেল তেলের সাথে অ্যালোভেরা তেল মিশিয়ে ত্বকের অবাঞ্ছিত ট্যানিংয়ে রোধ করুন।
advertisement
advertisement
মশার কামড় থেকে বাঁচায়
অ্যালোভেরা তেল এবং জলপাই একসঙ্গে, মশার কামড় এড়াতে সাহায্য করতে পারে। মশার কামড় এড়াতে আপনার ত্বকে তেলের মিশ্রণটি ম্যাসাজ করুন। এমনকি যদি একটি মশা আপনাকে কামড় দেয় তবে এই মিশ্রণটি কামড়ের পরে জ্বালা এবং লালভাব কমাতে ব্যবহার করুন। অ্যালোভেরা মশার কামড়ানোর কারণে হওয়া সংক্রমণ থেকেও রক্ষা করে শরীরকে ৷
advertisement
advertisement
অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য
অ্যালোভেরা, তুলসী তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ব্রণ দূর হয়ে যায়। চা গাছের তেলের সঙ্গে মিশিয়ে কিংবা শুধু অ্যালোভেরা তেল ত্বকের বয়স কমাতে সাহায্য করে এবং বলিরেখার মতো সমস্যা এড়ায়।
চুল পড়া প্রতিরোধ করে
অ্যাভোকাডো, অলিভ অয়েল, বাদাম তেল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা তেল মিশিয়ে চুলের লাগান,চুল পড়া প্রতিরোধ করবে । এটা খুশকি, শুষ্কচুলের মত সম্যসার ক্ষতির সঙ্গে লড়াই করে এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করতে পারে৷ এবং এটি চুলকে রেশমি ও মসৃণ রাখে। কিন্তু শরীরের যে কোনও অংশে অ্য়ালোভেরা ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না ৷ না হলে কিছু ক্ষেত্রে অ্যালোভেরা থেকে দেখা দিতে পারে সমস্যাও। তাই ব্যবহারের আগেই সতর্কতা নিন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা উপকারী, কিন্তু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement