Fatty Liver Diet: ফ্যাটি লিভার নিয়ে নাজেহাল? এই কয়েকটা খাওয়ার নিয়ম মানলেই শরীর থাকবে বশে
Last Updated:
Fatty Liver Diet: সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়।
অনেক সময় মদ্যপান না করলেও ফ্যাটি লিভার হতে পারে। যেহেতু লিভার প্রত্যেকের শরীরে ৫০০রও বেশি কাজ সম্পন্ন করে তাই লিভারের সমস্যা হলে শরীরও খারাপ হয়। সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়।
লিভার শরীরে যে কাজগুলি করে-
বিলিরুবিন, কোলেস্টেরল, হরমোন এবং ওষুধের রাসায়নিক বের করে দেয়
পিত্ত তৈরি এবং মলত্যাগে সহায়তা
advertisement
চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের বিপাক
গ্লাইকোজেন, ভিটামিন এবং খনিজ পদার্থের সঞ্চয়
প্লাজমা প্রোটিনের সংশ্লেষণ, যেমন অ্যালবুমিন
রক্ত বিশুদ্ধকরণ
ফ্যাটি লিভার কাকে বলে?
নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD) যকৃৎ বা লিভারে চর্বি জমে হতে পারে। প্রথমে কোনও লক্ষণ দেখা না গেলেও পরে খিদে ও ওজন কমে যাওয়া, দুর্বলতা, পেটে ব্যথা, লিভার বৃদ্ধির মতো লক্ষণগুলি দেখা দেয়।অতিরিক্ত ওজন বা স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, প্রিডায়াবেটিস বা টাইপ ২ ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রার চর্বি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড ইত্যাদি ফ্যাটি লিভারের সঙ্গে সম্পর্কিত।
advertisement
যে যে কারণে হতে পারে ফ্যাটি লিভার-
১) অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
প্রচুর চিনি, কৃত্রিম ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো লিভারের ক্ষতি করে। বিশেষ করে প্যাকেটজাত ফল, জুস ইত্যাদি একদমই ভাল নয়।
২) অতি মাত্রায় ধূমপান ও মদ্যপান
অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান লিভারের ক্ষতি করে। কারণ এটি লিভারের কোষ নষ্ট ও অকেজো করে দেয়।
৩) অতিরিক্ত ওজন
advertisement
স্থূলতা ফ্যাটি লিভারের অন্যতম কারণ। এমনিতে লিভারে ৫% বেশি চর্বি থাকা উচিত নয়।তার বেশি চর্বি থাকলেই সেটা ফ্যাটি লিভার হয়।
ফ্যাটি লিভার হলে কী করতে হবে?
বাড়িতে রান্না করা খাবার খেতে হবে।
প্রচুর শাকসবজি খেতে হবে।
advertisement
বেরি, অ্যাভোকাডো, পিচ, তেঁতুল, ডালিম এবং পেঁপে খেতে হবে।
রাগি, জোয়ার, কিনোয়ার মতো দানাশস্য খেতে হবে।
প্রাণিজ ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে।
অন্তত ৫০ মিনিট দিনে পাঁচ বার অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে।
মাঝে মাঝে উপোস করতে হবে।
advertisement
লিভারের জন্য যেগুলো ভালো-
গাজর, সিলেরি ও পালংশাকের জুস
আমলকী
অ্যাপল সিডার ভিনিগার
হলুদ
ফ্ল্যাক্সসিড, আখরোট ও অ্যাভোকাডো
পাতাওয়ালা সবজি ও বেরি
গ্রিন টি
পেঁপে ও আনারস
ফ্লুরাইড মুক্ত জল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 1:21 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fatty Liver Diet: ফ্যাটি লিভার নিয়ে নাজেহাল? এই কয়েকটা খাওয়ার নিয়ম মানলেই শরীর থাকবে বশে