Breakfast Ideas: বাইরে থেকে কিনবেন কেন? চটজলদি প্রেশার কুকারেই বানিয়ে নিন নরম তুলতুলে পাউরুটি
Last Updated:
Breakfast Ideas: বেকিং রেঞ্জ দরকার? মোটেই না! শুধুমাত্র সাধারণ প্রেশার কুকার দিয়েই নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নেওয়া যায়।
ব্রেকফাস্টে পুরু করে মাখন লাগিয়ে নরম নরম পাউরুটি খেতে কার না ভাল লাগে? সারা বিশ্বে এটাই সবচেয়ে সহজলভ্য আর জনপ্রিয় ব্রেকফাস্ট। আর সেই নরম পাউরুটি যদি বাড়িতেই নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কেয়া বাত। তবে প্রশ্ন করাই যায় যে পাউরুটি তো বেক করতে হবে, যার জন্য বেকিং রেঞ্জ দরকার?মোটেই না! শুধুমাত্র সাধারণ প্রেশার কুকার দিয়েই নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নেওয়া যায়।
প্রেশার কুকারে পাউরুটি তৈরি করতে গেলে প্রথমে মোটামুটি ৫ লিটারের একটি প্রেশার কুকার নিতে হবে। প্রেশার কুকারের ভিতরে একটি স্টেনলেস স্টিলের গ্রিডল রাখতে হবে। পাউরুটি বেক করার ঠিক আগে প্রেশার কুকার ৫ থেকে ১০ মিনিট কম আঁচে গরম করতে হবে।
advertisement
advertisement
এর পরে, ময়দা মাখতে হবে। ময়দা বা আটা যা খুব মিহি হবে ২ কাপ নিতে হবে। একটি চালুনি দিয়ে চেলে নিয়ে এতে নুন মেশাতে হবে। এবার নুন ভাল করে মিশিয়ে দিতে হবে। যদি মশলাদার স্বাদের রুটি ভাল লাগে তাহলে নুনের সঙ্গে অন্য শুকনো মশলাও মিশিয়ে নেওয়া যায়।
একটি বাটিতে ২ টেবিল চামচ উষ্ণ জল, ২ টেবিল চামচ চিনি এবং দেড় চামচ ইস্ট যোগ করতে হবে। এটা ফেনা ফেনা করে মিশিয়ে নিতে হবে।
advertisement
ময়দার মিশ্রণে ১/৪ কাপ গলা মাখন এবং আড়াই কাপ তেল দিয়ে ভালভাবে মিশিয়ে ইস্ট যোগ করতে হবে। একটি মসৃণ ময়দার তাল তৈরি করে উপরে কিছু তেল, নুন এবং মরিচ ছড়িয়ে দিতে হবে। একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
advertisement
১ ঘন্টা পরে ময়দা ফুলে উঠবে, এটা ভাল করে ঠেসে নিতে হবে। এর জন্য বেলনও ব্যবহার করা যেতে পারে। আরও একবার ঠেসে নিয়ে কাপড় দিয়ে একঘণ্টা ঢেকে রাখতে হবে।
এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ৩০-৪৫ মিনিটের জন্য কেকের মতো বেক করতে হবে। টুথপিক ব্যবহার করে দেখতে হবে পাউরুটি রেডি হয়েছে কি না। ছাঁচ ভেঙে পাউরুটি বের করে কেটে পরিবেশন করতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 12:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breakfast Ideas: বাইরে থেকে কিনবেন কেন? চটজলদি প্রেশার কুকারেই বানিয়ে নিন নরম তুলতুলে পাউরুটি