Weekend Trip: ইতিহাস ঠাসা উত্তরবঙ্গের এই গ্রাম, হাতছানি দেয় সবুজ প্রকৃতি, ঘুরে আসুন কালীপুজোর ছুটিতে

Last Updated:

Weekend Trip: প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশদের আস্তানা ছিল এই গ্রাম। তারা একটি বিশাল ২৪ ফুট চিমনি তৈরি করেছিল। প্রায় ১০০ বছরেরও পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র।

+
চিমনি

চিমনি

চিমনি: কার্শিয়াং থেকে মাত্র ৮ কিমি দূরে মনভাল-করা পাহাড়ি গ্রাম চিমনি। আকাশছোঁয়া অ্যাল্পাইন বন, চারপাশে হিমালয়ের প্রাচির-ঘেরা এই চিমনি গ্রাম ঐতিহাসিক নিদর্শনের জন্য প্রসিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশদের আস্তানা ছিল। ৭,১৫০ ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে। যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়।
শোনা যায়, সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা। রাত কাটাতেন এই গ্রামেই। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ বছরেরও পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র। এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন।
আরও পড়ুনঃ কালীপুজো-দীপাবলিতে টানা কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস? রইল তালিকা
লাল রঙের বিশাল চিমনি, চারপাশে সবুজ বন, অগুন্তি পাখি, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার , বিস্তীর্ণ চা বাগানের মনমুগ্ধকর দৃশ্য। মাঝে মাঝেই মেঘের চাদরে ঢেকে যায় এই জায়গা। একবার এলে আর মন চাইবে না এই গ্রাম ছেড়ে যেতে। এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন কাছেই বাগোরা গ্রাম, চটকপুর, ডাওহিল ডিয়ার পার্ক, নেতাজি সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম, মাকাবাড়ি, আম্বোটিয়া, ক্যাসেলটন এবং গোমতী। রয়েছে ধর্মীয় দর্শনীয় স্থান যেমন সেন্ট পলস চার্চ, জুমা মসজিদ, বৌদ্ধ গোম্পা, গিদ্দা পাহাড় দুর্গা মাতা মন্দির, জগদীশ মন্দির এবং আম্বোটিয়া শিব মন্দির।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর দীপাবলি? ঠিক কোন সময় লক্ষ্মী-নারায়ণ পুজোর জন্য সেরা? জানুন জ্যোতিষীর মত
পর্যটক দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘আমি প্রথমবার এখানে এলাম। খুবই সুন্দর জায়গা। এখানে ঠান্ডা আবহাওয়া দারুন উপভোগ করছি। অন্যদিকে, ছেলের স্কুলের ছুটি পড়তেই ঘুরতে বেড়িয়েছেন মিঠু দেবী। তিনি বলেন, ‘প্রতিবার এই সময় ঘুরতে যাওয়া হয়। তবে এই জায়গাটিতে এসে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মাঝে মাঝে রোদ উঠছে। মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে গোটা জায়গা। দারুন লাগছে।’
advertisement
কিভাবে যাবেন চিমনি? এনজেপি পৌঁছে, বা বাগডোগড়া বিমানবন্দরে নেমে কার্শিয়াং যাওয়ার গাড়ি নিতে হবে। সেখান থেকেই পৌঁছে যাওয়া যাবে চিমনি গ্রামে। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে বাইকেও যেতে পারেন। কোথায় থাকবেন? কোথায় থাকবেন? চিমনি, একটি অফবিট গন্তব্য এবং পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে। থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা-সহ, পরিষ্কার-পরিচ্ছন্ন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: ইতিহাস ঠাসা উত্তরবঙ্গের এই গ্রাম, হাতছানি দেয় সবুজ প্রকৃতি, ঘুরে আসুন কালীপুজোর ছুটিতে
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement