Diwali 2024 Holiday List: কালীপুজো-দীপাবলিতে টানা কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস? রইল তালিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kali Puja-Diwali 2024 Holiday List: মা দুর্গা বিদায় নিতেই শুরু হয়ে গেল মা কালীর আগমনের অপেক্ষায় দিন গোনা। এবারের দীপাবলিতে টানা ৪ দিনের ছুটি, ফলে আনন্দের সীমা নেই বঙ্গবাসীর।
*দুর্গোত্সবে ইতি। আজ কলকাতায় দুর্গাপুজো কার্নিভ্যালের মধ্যে দিয়ে উৎসবের শুভ সমাপ্তি হবে। তবে উৎসবের পালা এখনও শেষ হয়নি। সামনে এবার কালীপুজো ও দীপাবলি। মা দুর্গা বিদায় নিতেই শুরু হয়ে গেল মা কালীর আগমনের অপেক্ষায় দিন গোনা। এবারের দীপাবলিতে টানা ৪ দিনের ছুটি, ফলে আনন্দের সীমা নেই বঙ্গবাসীর। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*এ বছর দু-দিন ধরে পালিত হবে দীপাবলি। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, দুদিন ধরে চলবে দীপ উত্সব। কালীপুজো পালিত হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার। কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর বেলা ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই হবে মা কালীর আরাধনা। পরেরদিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। সেই দিনটি পালিত হবে দিওয়ালি হিসেবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement