North Bengal: দার্জিলিং-কালিম্পং তো অনেক হল, এবার ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অচেনা পাহাড়ি গ্রাম থেকে

Last Updated:

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর কাছেই পাহাড়-জঙ্গলে ঘেরা কঠিদাঁড়া গ্রাম পাহাড় প্রেমীদের কাছে  স্বর্গরাজ্য

+
কঠিদাঁড়া,

কঠিদাঁড়া, রোহিনী দার্জিলিং

দার্জিলিং: দার্জিলিং এর বুকে এই গ্রামে গেলেই চারদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। উত্তরবঙ্গ মানেই পাহাড়, উত্তরবঙ্গ মানেই সবুজে ঘেরা চা-বাগান, মনমাতানো পাইন-ফারের জঙ্গল। উত্তরবঙ্গের এই সবুজে ঘেরা পাহাড় এবং প্রকৃতির মজা নিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। উত্তরবঙ্গে যেমন রয়েছে পাহাড়ের রানি দার্জিলিং, ঐতিহ্যবাহী টয়ট্রেন, সবুজে ঘেরা চা-বাগান, বিস্তীর্ণ জঙ্গল, তেমনি এই উত্তরবঙ্গেই দেখা যায় বরফের চাদরে মোড়া ঘুমন্ত বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে।
ইদানীং উত্তরবঙ্গের ‘আফবিট’ পাহাড়ি গ্রামে পর্যটকদের ভিড় লেগে থাকে। সকলেই চায় পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে কাছের মানুষটার সঙ্গে সময় কাটাতে। এই বিভিন্ন অজানা গ্রাম এবং  অফবিট ডেস্টিনেশনগুলি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর কাছেই পাহাড়-জঙ্গলে ঘেরা কঠিদাঁড়া গ্রাম পাহাড় প্রেমীদের কাছে  স্বর্গরাজ্য। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি, পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ, সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ। পাহাড়ি রাস্তারএকদিকে রোহিণীর বিভিন্ন পাহাড়ি গ্রাম, অন্যদিকে চোখের সামনে ভেসে উঠবে  শিলিগুড়ি। কঠিদাঁড়ায় ঘুরতে আসা পর্যটক সুষুময় রায় বলেন, ” এই জায়গাটি এখনও সকলের কাছে অজানা, তাই পর্যটকদের আনাগোনা খুবই কম। আমি দ্বিতীয়বার আসলাম। নিরিবিলি এই গ্রামে রয়েছে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ, এই গ্রামের নিরিবিলি পরিবেশ মনকে মুগ্ধ করে।”
advertisement
আপনিও যদি ছুটির দিনে বা অবসর সময়ে পাহাড়ে ঘেরা অফবিট ডেস্টিনেশনে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে দার্জিলিং পাহাড়ের বুকে এই কঠিদাঁড়া হতে পারে আপনার সেরা ঠিকানা।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal: দার্জিলিং-কালিম্পং তো অনেক হল, এবার ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অচেনা পাহাড়ি গ্রাম থেকে
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement