Nayantara Flower Benefits: হাই-প্রেশার থেকে ডায়াবেটিস, স্ট্রেস কমায়! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ! জানুন বিশেষজ্ঞের মত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Nayantara Flower Benefits: এই গাছের শাখা প্রশাখা, পাতা, ফুল সব কিছু শরীরের জন্য উপকারী! অযত্নে বেড়ে ওঠা এই গাছেই সুস্থ থাকবেন আপনি! জানুন
উত্তর দিনাজপুর: সাধারণত অসুখ হলেই আমরা দামি দামি ওষুধ খেয়ে নিজেদের সুস্থ করে তোলার চেষ্টা করি। তবে আমরা অনেকেই জানি না আমাদের আশেপাশে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো নিয়মিত সেবনে আমরা জটিল থেকে জটিলতর রোগ ব্যাধি থেকে মুক্তি পাবো। আর এরকম একটি ঔষধি গাছ হল নয়নতারা।বাড়ির আশেপাশে প্রায় সময় অবহেলিত ভাবে বেড়ে উঠতে দেখা যায় গোলাপি ও সাদা এই দুই রংয়ের নয়নতারা ফুল গাছ গুলিকে। তবে এই ফুলে রয়েছে জীবন দায়ী ভেষজ গুণ!
যদি নিয়ম করেই এই ভেষজ ফুল গাছটির ব্যবহার করতে শুরু করেন তাহলে আপনার জীবন হবে রোগমুক্ত ও স্বাস্থ্যজ্বল।আয়ুর্বেদ শাস্ত্র মতে, এই ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা পান করলে দুশ্চিন্তা দূর হয়। কমবে অ্যাংজাইটিও।গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগে এই নয়নতারা। এই নয়ন তারার শাখা প্রশাখা, পাতা,ফুল সমস্ত কিছুই ভীষণ উপযোগী। প্রেসার ,সুগার হাইপারটেনশন সমস্ত কিছুর মহা-ওষুধ এই নয়নতারা।
advertisement
advertisement
বোলতা, ভীমরুল, মৌমাছি যে কোন হুলের জ্বালা ও কামড়ে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী এই নয়নতারা গাছের পাতা। যেকোনও ধরনে শরীরের ক্ষত দূর করতে নয়নতারার কচি ডাল ও পাতা বেটে ক্ষতস্থানে লাগান। ম্যাজিকের মত সেরে যাবে যে কোন ঘা।এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ এই ধরনের রোগেও এই নয়ন তারা গাছের টাটকা মূলের রস সকালে খালি পেটে ভীষণ উপযোগী। শুধু তাই নয় বাচ্চাদের বুদ্ধি বাড়াতে ব্রেনোলিয়ার মতোই কাজ করে এই নয়নতারা। তাই বাড়িতে আজই লাগান এই নয়ন তারার গাছ।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2024 4:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nayantara Flower Benefits: হাই-প্রেশার থেকে ডায়াবেটিস, স্ট্রেস কমায়! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ! জানুন বিশেষজ্ঞের মত








