Naumati Baja: পাহাড়ের 'নওমতি বাজা' সম্পর্কে জানেন? বলুন তো কী এই জিনিস? বহু মানুষ জানেন না
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Naumati Baja: পাহাড়ে বেড়াতে গেলে বেশ কিছু জায়গায় দেখতে পাবেন এই 'নওমতী বাজা'! কিন্তু কী কাজে ব্যবহার হয় এই বাজা? জানুন
দার্জিলিং: উত্তরবঙ্গের বহু পুরনো জনজাতি দামাই জনজাতি, উত্তরবঙ্গ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি উত্তরবঙ্গ জুড়ে রয়েছে বহু অজানা ইতিহাস।বর্তমানে গান ভালবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম তবে দামাই জনজাতির ব্যবহৃত নওমতি বাজা এখনও অনেকেরই অজানা।উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শৈলশহর দার্জিলিং। এই জায়গায় যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য তেমন রয়েছে বিভিন্ন ভাষার মানুষের বাস। বিভিন্ন জাতি তাদের সংস্কৃতি আচার-আচরণ সমস্ত কিছুই জায়গা করে নেয় সকলের মনে।
দামাই হল খাস জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি পেশাগত জাতি। তারা ৪৫টি উপগোষ্ঠী নিয়ে গঠিত। এই জনজাতির লোকেরা যে উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত তার উপর ভিত্তি করে তারা তাদের পদবী নির্ধারিত করে।এই বর্ণের লোকেরা ঐতিহ্যগতভাবে দর্জি এবং সঙ্গীতশিল্পী হয়। তারা নওমতি বাজা ব্যবহারে পারদর্শী হয়। নওমতি বাজা হল নয়টি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের একটি সমাহার। দমাই কথাটি এসেছে বাদ্যযন্ত্র দামাহা থেকে। ঐতিহ্যগত মর্যাদার কারণে শুধুমাত্র কামি, দামাই এবং সারকিকে কয়েকটি প্রসঙ্গে খাস উপজাতির তকমা দেওয়া হয়।
advertisement
advertisement
বর্তমানে পাহাড়ের জনজাতি এবং তাদের বিভিন্ন ঐতিহ্যকে জানতে দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু পর্যটক। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ভানু পারিকর দামাই জগজাতির বিশেষ কিছু ঐতিহ্য রয়েছে তাদের ব্যবহৃত নওমতি বাজা যা মূলত নয়টি বাদ্যযন্ত্রের সমাহার যার মধ্যে রয়েছে দামা,তাম্বো, ঢোলক, সুরনাই ,নারসিঙ্গা সহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্র। খুশির দিনে মূলত বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য দিনগুলিতে এ বাদ্যযন্ত্র ছাড়া তাদের যেকোনও কাজ অসম্পন্ন। খুশির দিন হোক বা দুঃখের দিন এই বাজনা আমাদের ঐতিহ্য।
advertisement
তবে এ ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যাচ্ছে দামাই জনজাতির ঐতিহ্যবাহী এই নওমতি বাজা। পুরনো দিনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুলি বর্তমান যুবসমাজ অনেকাংশেই এর ব্যবহার জানেনা। সেই অর্থেই পুরনো সেই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2025 5:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Naumati Baja: পাহাড়ের 'নওমতি বাজা' সম্পর্কে জানেন? বলুন তো কী এই জিনিস? বহু মানুষ জানেন না