স্বাদে লাজবাব, পুষ্টিগুণে ঠাসা! বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করলেই...! আয়ের নয়া দিশা দেখাচ্ছে COFAM
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
অল্প খরচে ঘরোয়া উদ্যোগে স্বাস্থ্যকর সবুজ শাক তৈরি করে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের Centre for Floriculture and Agri-Business Management (COFAM)।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: অল্প খরচে ঘরোয়া উদ্যোগে স্বাস্থ্যকর সবুজ শাক তৈরি করে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের Centre for Floriculture and Agri-Business Management (COFAM)-এর উদ্যোগে শুরু হয়েছে মাইক্রোগ্রিন চাষের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
মাইক্রোগ্রিন মূলত ভোজ্য তরুণ সবুজ শাক, যা বীজপত্রের পর প্রথম দিককার আসল পাতা গজানোর সময় সংগ্রহ করা হয়। আকারে ছোট হলেও স্বাদ, পুষ্টিগুণ ও বাজারদর, তিন দিক থেকেই এগুলি এখন চাহিদার শীর্ষে। সালাদ, স্যুপ, স্যান্ডউইচ থেকে শুরু করে হোটেল ও রেস্তরাঁয় সাজসজ্জার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় মাইক্রোগ্রিন।
advertisement
advertisement
কোফামের উদ্যোগে কলেজ পড়ুয়াদের হাতে-কলমে শেখানো হচ্ছে কীভাবে গাজর, মুলো, রাই শাক, লাল শাক, সানফ্লাওয়ার প্রভৃতি থেকে মাইক্রোগ্রিন উৎপাদন করা যায়। প্রশিক্ষণ নিতে দক্ষিণবঙ্গ, এমনকী কলকাতা থেকেও শিক্ষার্থীরা আসছেন। প্রত্যেকটি মাইক্রোগ্রিন তৈরি হতে ভিন্ন সময় লাগে, তাই ধাপে ধাপে শেখানো হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ইতিমধ্যেই বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ঘরে বসে সফলভাবে মাইক্রোগ্রিন চাষ শুরু করেছেন। প্রশিক্ষণার্থী প্রিয়াঙ্কা জাসওয়ালের কথায়, “মাইক্রোগ্রিন শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ভবিষ্যতে এটিকে আয়ের বড় উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব।” অন্যদিকে, কোফামের অধ্যাপক অমরেন্দ্র পান্ডে জানান, “এখন বহু যুবক-যুবতী এই প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিজেদের সেটআপ তৈরি করে বাজারে বিক্রিও করছেন। মাইক্রোগ্রিনের বাজারচাহিদা অনেক, তাই এই উদ্যোগ আগামীদিনে কর্মসংস্থান তৈরি করবে এবং সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেবে।”
advertisement
অল্প খরচে সহজে তৈরি হওয়ায় এই নতুন উদ্যোগ তরুণ প্রজন্মকে ব্যবসার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে মাইক্রোগ্রিন চাষ এখন শুধুই শখ নয়, হয়ে উঠছে এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 1:34 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্বাদে লাজবাব, পুষ্টিগুণে ঠাসা! বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করলেই...! আয়ের নয়া দিশা দেখাচ্ছে COFAM