Milk: এই দুধ সারায় বহু জটিল-কঠিন অসুখ, এমনকি মোকাবিলা করে ক্যান্সারের, জেনে নিন দাম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
উটের দুধ গরুর দুধের চেয়ে হালকা। এই দুধে মিষ্টত্ব অপেক্ষাকৃত বেশি। সঙ্গে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, ল্যাকটিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ-এর মতো অনেক উপাদান
উটের দুধ সবচেয়ে বেশি পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। রাজস্থানের জয়সলমেরের বাসিন্দারা প্রভূত পরিমাণে উটের দুধ ব্যবহার করেন তাঁদের দৈনন্দিন খাদ্য তালিকায়। আসলে উটের দুধকে ওষধি হিসেবে বিবেচনা করা হয়। দুধ হাড়ের স্বাস্থ্যের জন্য নানা ভাবে উপকারী। এছাড়াও উটের দুধ ডায়াবেটিস রোগীদের জন্যও ভাল। শুধু তাই নয়, উটের দুধে ল্যাকটোফেরিন নামক উপাদান পাওয়া যায়। এটি শরীরকে ক্যান্সারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে।
উটের দুধ খুবই দামি। ওই ওষধি দুধের দাম বাজারে লিটার প্রতি ১৫০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু এই দুধের বাজার ক্রমশ খারাপ হচ্ছে। ক্রেতার অভাব দেখা দিচ্ছে।
জয়সলমের থেকে ৫০ কিলোমিটার দূরে সাভান্তা এলাকার বাসিন্দা সুমের সিং ভাটির খামারে বর্তমানে তিনশোরও বেশি উট রয়েছে, বেশির ভাগই স্ত্রী। ফলে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়। ভাটি বলেন, ‘কোভিডের আগে আমার আয়ের প্রধান উৎস ছিল উটের দুধ। কিন্তু কোভিডের পরে, বাজারে উটের দুধের চাহিদা কমে গিয়েছে। উপযুক্ত বাজার না পাওয়ায় আয় কমছে।’ পরিস্থিতি এমনই যে, গোটা রাজ্য এখন গবাদি পশুদের খোরাকি জোগানোই মুশকিল হয়ে পড়ছে।
advertisement
advertisement
উটের দুধ গরুর দুধের চেয়ে হালকা। এই দুধে মিষ্টত্ব অপেক্ষাকৃত বেশি। সঙ্গে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, ল্যাকটিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ-এর মতো অনেক উপাদান। এগুলি মানব শরীরে সুস্থতা বিধান করতে পারে।
পাশাপাশি উটের দুধ তার বিরল গুণের জন্য বিখ্যাত। ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আর্থ্রাইটিসের জন্যও এই দুধ ভাল। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে প্রতি বছর ৬০০ মিলিয়ন টন গরুর দুধ উৎপাদন হয়। কিন্তু একই সময়ে মাত্র ৩ মিলিয়ন টন উটের দুধ উৎপাদিত হয়। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে উটের দুধের প্রচুর চাহিদা রয়েছে। এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুবই কম। অন্য দুধের তুলনায় ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে, পটাশিয়ামের পরিমাণও খুব বেশি। এসব উপকারিতার কারণে বিশ্বের অনেক মানুষ বিকল্প ওষুধ হিসেবে উটের দুধ ব্যবহার করেন।
advertisement
Keywords: Milk, Camel Milk, Camel Milk Benefits
Original Link: https://hindi.news18.com/news/rajasthan/jaisalmer-camel-milk-beneficial-for-many-diseases-including-cancer-6606069.html
Written By: Paramita Mukhopadhyay
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 3:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Milk: এই দুধ সারায় বহু জটিল-কঠিন অসুখ, এমনকি মোকাবিলা করে ক্যান্সারের, জেনে নিন দাম