Lifestyle: মানসিক আঘাত থেকে দেখা দিতে পারে ভয়ঙ্কর জটিল মনোরোগ, কীভাবে সারিয়ে তুলবেন নিজেকে?

Last Updated:

Lifestyle: ট্রমা বা স্ট্রেসজনিত যে কোনও সমস্যা সুখী জীবনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: অনেক সময় কোনও কারণে মানসিক আঘাত পেলে সেটা কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে ওঠে। অনেকেই এই ট্রমাকে নিজের দুর্ভাগ্য বলে মেনে নেন। তাঁরা এগুলন নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং সারা জীবন সেই ট্রমার ক্ষত বয়ে নিয়ে চলেন। একে ডাক্তারি পরিভাষায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বলে। শরীরের নানা ব্যধি নিয়ে আমরা যতটা চিন্তিত হই মানসিক ব্যধি নিয়ে হই না। ফলে স্ট্রেসজনিত অন্যান্য মানসিক রোগের মতোই ট্রমাজনিত সমস্যাও চাপা পড়ে যায়। এটা মূলত হয়ে থাকে সচেতনতার অভাবে। এরকম হয়ে থাকলে কীভাবে মোকাবিলা করতে হবে রইল তারই গাইড।
সমস্যা চিনে নিতে হবে
যদি দেখা যায় কেউ তাঁর প্রিয় বন্ধুদের থেকে অকারণে দূরত্ব বাড়াচ্ছেন এবং নির্জনতাকে বেছে নিচ্ছেন তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা আছে। এছাড়াও প্রতিদিনের কাজে ভুল হয়ে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা চুপ করে বসে থাকা, কোনও কাজে উৎসাহ না পাওয়া এবং ছোট ছোট বিষয়ে অমার্জিত আচরণ করা এগুলো সবই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের লক্ষণ।
advertisement
advertisement
ট্রমা বা স্ট্রেসজনিত যে কোনও সমস্যা সুখী জীবনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ট্রমার মোকাবিলা করতে হবে এবং কারও থেকে সাহায্য নিতে দ্বিধা করলে চলবে না। ঘটনাটি সম্পর্কে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে এবং তাঁদের থেকে পরামর্শ নিতে হবে।একটি ডায়েরিতে নিজের অভিজ্ঞতা লিখে রাখা যায়। এটা স্ট্রেস সম্পর্কে হলে চলবে না, বরং দৈনন্দিন অভ্যাস, একটি ছোট গল্প বা পোষা বিড়াল বা কুকুর সম্পর্কেও হতে পারে। এতে কাজ না হলে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে এবং থেরাপিস্ট দেখিয়ে সেশনে যোগ দিতে হবে। রোগ যত তাড়াতাড়ি সনাক্ত হবে তত দ্রুত এর থেকে নিরাময় পাওয়া যাবে।
advertisement
মানসিক চাপ কাটিয়ে ওঠার পথ খুঁজে বের করতে হবে। যোগব্যায়াম, মেডিটেশন এগুলো শুরু করতে হবে।
ইএমডিআর থেরাপি
advertisement
এই পদ্ধতিতে মস্তিষ্ককে উদ্দীপিত করে লুকিয়ে থাকা আবেগ বের করে আনা হয়। এই পদ্ধতিতে স্মৃতিতে ফোকাস করে রোগ নির্মূল করা হয়।
এটি একটি শরীরকেন্দ্রিক থেরাপি যেখানে ডাক্তাররা রোগীকে সমস্ত ধরনের চাপের মোকাবলা করতে সাহায্য করার জন্য আকুপ্রেশার পয়েন্টগুলিকে উদ্দীপিত করেন। দেখা গিয়েছে যে এই পদ্ধতিতে রক্তচাপ হ্রাস পায় এবং রোগীরা অনেক বেশি রিল্যাক্স বোধ করেন।
advertisement
যোগব্যায়াম
মন নিয়ন্ত্রণে রাখতে পারলেই অনেক সমস্যা দূর হয়। অন্তত দুই ঘণ্টা যোগব্যায়াম করলে ভালো ফল পাওয়া যাবে। সূর্য নমস্কারও খুব কাজে দেয় এই ক্ষেত্রে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lifestyle: মানসিক আঘাত থেকে দেখা দিতে পারে ভয়ঙ্কর জটিল মনোরোগ, কীভাবে সারিয়ে তুলবেন নিজেকে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement