Home » Photo » life-style » Food Values of Pointed Gourd: কৃমি দূর করে পেট ঠান্ডা রাখে পটল, চুলপড়ার সমস্যা দূর করে, অ্যানিমিয়া নিয়ন্ত্রণে ম্যাজিকের মত কাজ করে
Food Values of Pointed Gourd: কৃমি দূর করে পেট ঠান্ডা রাখে পটল, চুলপড়ার সমস্যা দূর করে, অ্যানিমিয়া নিয়ন্ত্রণে ম্যাজিকের মত কাজ করে
Food Values of Pointed Gourd: এক নয় পটলে হাজার গুণ, রোগ দূরে সরিয়ে শরীরকে ঝরঝরে রাখবে পটল
এবার আস্তে আস্তে বসন্ত হয়ে গ্রীষ্মের দিকে আমরা এগোবো তাই বাজারে আস্তে আস্তে পটল আসতে শুরু করবে ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
পটলে প্রধানত ভিটামিন এ, বি-১, বি-২ ও ভিটামিন সি থাকে একই সঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অ্যান্ট অকিসডেন্টও থাকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
বেশিরভাগ মানুষ পটলকে সব্জি হিসাবেই খেয়ে থাকেন ৷ একে বড় ওষুধ উপাদান বললেও ভুল বলা হবেনা ৷ এছাড়াও কাশি, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, হজমের গোলমাল এই সমস্ত কিছুতেই ম্যাজিকের মত কাজ করে পটল ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
শরীরের কৃমি থাকলে তার থেকেও মুক্তি দেয় ৷ পেট ঠান্ডা রাখে ৷ দূর করে গ্যাসট্রিকের সমস্যাও ৷ এলাচ দারুচিনির সঙ্গে পটল খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
চুলপড়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে পটল ৷ যেখানে যেখানে মাথায় চুল সেখানে পটলের রস মাখলে ভাল ফল পাওয়া যাবে ৷ পলতা পাতার রস টাকে ঘষলে ভাল ফল পাওয়াটা যায় ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
শরীরের অতিরিক্ত মেদ ঝরায় পটল ৷ এছাড়াও কোষ্ঠ্য কাঠিন্যতে পটলের বিশেষ ভূমিকা আছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
পটলে ভিটামিন এ আছে অর্থাৎ চোখের জন্য অত্যন্ত উপকারী ৷ এমনকী লিভারের সমস্যাতেও অবথ্য পটল ৷ পটলের ডাঁটা কফ থেকে মুক্তি দেয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
ফোঁড়া থেকে মুক্তি পাওয়া যায় যদি পটল খাওয়া যায় সেই সময়ে ৷ পটল চামড়া জনিত সমস্যা থেক মুক্তি দেয় ৷ এমনকী পিত্তজরে পটল সেদ্ধ করে খেলে উপকার পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
সুস্থ থাকতে এবং একসঙ্গে বহু রোগ থেকে মুক্তি পেতে গেলে মেনুতে পটল থাকতেই হবে ৷ প্রতীকী ছবি ৷