প্রতিটি সংস্থায় কাজ পেতে গেলে বায়োডাটা তৈরি করে আবেদন করে হয় ৷ ভাল ধরনের বায়োডাটা তৈরি করে এইচআরের নজর আকৃষ্ট করার জন্য বিশেষ প্রচেষ্টা করেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
এই সময়ে বায়োডাটা প্রস্তুত করতে গিয়ে বহু মানুষ অন্যের সাহায্য নিয়ে থাকেন ৷ এমনই এক ঘটনা ঘটেছে যখন একটি মেয়ে তাঁর বয়ফ্রেন্ডের সাহায্য নিয়েছিলেন সিভি প্রস্তুত করতে ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
world of buzz-এর খবরের ভিত্তিতে জানতে পারা হিয়েছে একটি সংস্থায় কাজের জন্য এক ব্যক্তি বায়োডাটা পাঠিয়েছিলেন সেই বায়োডাটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
সিভি দেখে বলতে পারা যায় যে একটি মেয়ে সংস্থায় চাকরির জন্য বায়োডাটা পাঠিয়েছেন ৷ বায়োডাটাতে সবই ঠিক ছিল শুধুই ৷ বায়োডাটার নীচের দিকে এমন কিছু দেখতে পাওয়া গিয়েছে মেয়েটি সিভি তাঁর বয়ফ্রেন্ডকে দিয়ে করিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
বায়োডাটাটি অ্যটাচ না করে ফরোয়ার্ড করে দিয়েছেন সেখানে নিজেদের ব্যক্তিগত বিষয় দেখতে পাওয়া যায় ৷ এইচআর সে সমস্ত পড়ে তাঁদের মাথা ঘুরে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
মেলের নিচে লেখা আছে মেরি জান এই নাও তোমার বায়োডাটা ৷ একবার চেক করে নিও ঠিকঠাক আছে না কি সব? কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে কীনা দেখে নিও ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
গার্লফ্রেন্ড সে মেলে কিছুটি কিসিং ইমোজি দিয়েছেন ৷ প্রেমিকের মেল পেয়ে সেটিই ফরোয়ার্ড করে দিয়েছেন এইচআরকে ৷ সেই মেলেরই স্ক্রিন শর্টস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
তারপরেও এই স্ক্রিনশর্টটি সোশ্যাল মিডিয়ার লাদা আলাদা প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ৷ প্রতীকী ছবি ৷