Mental Health: মানসিক অবসাদে ভুগছেন! ছোট্ট ছোট্ট উপায়ে মুক্তি মিলবে, সহজ উপায় দিলেন বিশেষজ্ঞ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Mental Health: বর্তমান সময়ে অনেক তরুণরা মানসিক অবসাদে ভুগছে। ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যন্ত গড়াচ্ছে।কি কারণে এমন ভাবে মানসিক অবসাদে আক্রান্ত হয় তরুণরা এবং এর প্রতিকারের নিয়ে আলোচনা করলেন বিশেষজ্ঞ।
শিলিগুড়ি: শারীরিক এবং মানসিক দিক থেকে নেতিবাচক পরিবর্তনই মানসিক অবসাদ বা ডিপ্রেশন। ডিপ্রেশন বা মানসিক অবসাদ হল এক ধরনের মানসিক রোগ। মৃদু থেকে প্রবল আকার ধারণ করতে পারে। বর্তমানে আমাদের জীবন কাটে নানান চিন্তাভাবনার মধ্য দিয়ে। অফিসের নানা কাজের চাপ, পারিবারিক টানাপড়েন, ব্যর্থতা, প্রিয়জনের প্রয়াণ প্রভৃতি থেকে অবসাদের সৃষ্টি হয়।
অনেকে টেনশন, দুঃখ, যন্ত্রণা প্রভৃতিগুলোকে কাটিয়ে উঠতে পারলেও কোনও কোনও মানুষ এগুলোকে কাটিয়ে উঠতে পারে না। তারাই এই মানসিক অবসাদে আক্রান্ত হয়। বর্তমান সময়ে অনেক তরুণরা মানসিক অবসাদে ভুগছে। এই ক্ষতি ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যন্ত গড়াচ্ছে। দার্জিলিংয়ের ডেপুটি সিএমওএইচ, আনোয়ার হোসেনের কথায়, “বর্তমানে তরুণদের মানসিক অবসাদগ্রস্থ হওয়ার একটি মূল কারণ দুঃখ-কষ্ট গুলো কারও সঙ্গে ভাগ করে না নেওয়া। আগে যেমন যৌথ পরিবারের সকলে নিজেদের সুখ-দুঃখ গুলো সবার সঙ্গে ভাগ বাটোয়ারা করে নিতে এখন আর তেমনটা হয় না।”
advertisement
আরও পড়ুনঃ জেলায় চাকরি খুঁজছেন? আর দেরী করবেন না, আজই মোটা বেতনের এই চাকরির আবেদন করুন
বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের জীবনেই যখন তখন হানা দিতে পারে অবসাদ। নানা কারণে মন অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে। কখনও কাজের চাপে, কখনও চাকরির সমস্যা, কখনও সাংসারিক জীবনে অশান্তির কারণ, কখনও পরীক্ষায় ভাল ফল না হওয়া, কখনও অন্যদের থেকে কোনও ক্ষেত্রে পিছিয়ে পড়ার ভয় অজান্তেই মনকে ভারাক্রান্ত করে তোলে।
advertisement
advertisement
চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, “দৈহিক ও মানসিক শক্তি ক্ষয়ের ফলেই অবসাদের সৃষ্টি হয়। তাই দেহ ও মনের সুস্থতা ও সক্রিয়তা আনার মাধ্যমে অবসাদ দূর করা সম্ভব।” তিনি আরও বলেন, তরুণদের অবসাদগ্রস্থ হওয়ার পেছনে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকেও এই সম্পর্কে সচেতন হতে হবে। গাছের পরিচর্যা, যোগাসন, ছবি আঁকা, ভ্রমণ, বই পড়া, সাংগঠনিক কাজে সময় দেওয়া, নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে অবসাদ থেকে কাটানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বেশি সমস্যা দেখা দেয় তবে প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে কাউন্সেলিং করানো যেতে পারে।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2024 6:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mental Health: মানসিক অবসাদে ভুগছেন! ছোট্ট ছোট্ট উপায়ে মুক্তি মিলবে, সহজ উপায় দিলেন বিশেষজ্ঞ