Marriage Law: বিয়ে বাড়ি যাচ্ছেন? এই নিয়ম না জেনে গেলে হতে পারে দু'বছরের জেল,লাখ টাকা জরিমানা! সাবধান

Last Updated:

Marriage Law: চলছে বিয়ের মরশুম! সকলেই বিয়ে বাড়ি যেতে ব্যস্ত! কিন্তু এই নিয়ম না জেনে যদি বিয়ে বাড়ি যান তাহলেই সর্বনাশ! জানুন

+
বিবাহের

বিবাহের প্রতিকী ছবি

বাঁকুড়া: “বাল্যবিবাহ” একটি সামাজিক ব্যাধি। এতে শারীরিক-মানসিক এবং সমাজের ক্ষতি। একটি বাল্য বিবাহতে জড়িত সকলেই অপরাধী। রাঁধুনি থেকে শুরু করে পুরোহিত কিংবা বিবাহ উপস্থিত ব্যক্তিরা। জানালেন বাল্যবিবাহ রোধের সঙ্গে যুক্ত ব্রততী দত্ত। হতে পারে দু বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা। “মেয়েদের জেল হয় না, তবে জরিমানা হয়।” বললেন তিনি। বাঁকুড়ার বিভিন্ন প্রান্তিক এলাকা গুলিতে এই সমস্যা আজও বিদ্যমান। বিশেষ করে মেয়েদের বিদ্যালয়ে গুলি অর্থাৎ গার্লস স্কুলগুলিতে, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা গুলিতেও সেটি করা হয়। “কোথাকার জল কোথায় গড়াতে পারে” সেই সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই বহু মানুষের।
ইতিমধ্যেই জেলা প্রশাসন বাল্যবিবাহ রোধ করতে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সকলে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করলেও, প্রথম যে সুরক্ষা স্তর সেটি হল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা,পিতা মাতা এবং এলাকার লোকজন।”জুভেনাইল জাসটিস অ্যাক্ট” অনুযায়ী ১৮ বছরের নীচে প্রত্যেকেই শিশু। বাল্যবিবাহের ক্ষেত্রে “কনসেন্ট” অর্থাৎ সম্মতির কোনও ভিত্তি নেই কারণ, ১৮ বছরের নীচে “কন্সেন্ট ইজ নো কনসেন্ট”। সামাজিক মাধ্যমের কারণে যোগাযোগের ক্ষেত্র বেড়ে গেছে। সেক্ষেত্রে সামাজিক মাধ্যম ব্যবহার করতে গেলে খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে যদি বয়স ১৮ বছরের নীচে হয়। বেশিরভাগ বাল্যবিবাহের সূত্রপাত সামাজিক মাধ্যম থেকে, এবং সেটি না বুঝে। না বুঝে, পরিপক্ক জীবন শুরু হওয়ার আগেই যদি বাল্যবিবাহের জালে কেউ পা দেয় তাহলে জীবনধারায় ফিরে আসা একটু কঠিন হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ।
advertisement
advertisement
বিগত কয়েক বছরে বিভিন্ন সংগঠন এবং শিক্ষক শিক্ষিকা সঙ্গে প্রশাসন এবং পঞ্চায়েতের সক্রিয় ভূমিকায় রোধ হয়েছে একাধিক বাল্যবিবাহ। এমনকি জঙ্গলমহলের দুটি মেয়ে পেয়েছেন স্বীকৃতিও। তবে ছেলেদের প্রয়োজন “পক্সো আইন” সম্বন্ধে স্বচ্ছ ধারণা। জানলে অবাক হবেন, একটি বাল্যবিবাহতে যুক্ত থাকা প্রত্যেকেই দোষী। হ্যাঁ কথাটা ঠিক শুনলেন, ” বিয়ের পুরোহিত থেকে রান্নার রাঁধুনি পর্যন্ত।”
advertisement
পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোই লক্ষ্য। এমন একটি চিন্তাধারা নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে চলছে দেশজুড়ে লড়াই। সঙ্গে উদাহরণ স্বরূপ রয়েছে বাল্যবিবাহ জনিত রোগ এবং মৃত্যুর ঘটনাও। তবুও, সর্বত্র সচেতনতা পৌঁছে না দিলে, সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে না বাল্যবিবাহকে। যার কারণে অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে বিভিন্ন সংগঠনগুলি।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marriage Law: বিয়ে বাড়ি যাচ্ছেন? এই নিয়ম না জেনে গেলে হতে পারে দু'বছরের জেল,লাখ টাকা জরিমানা! সাবধান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement