Shiuli Flower Benefits: বাতের ব্যথা? রক্তের প্লেটলেট কমছে? অবসাদ? বহু জটিল রোগে দূর হবে এই গাছের ফুল ও পাতায়!

Last Updated:
Shiuli Flower Benefits: শিউলি গাছের পাতা থেকে ফুল শরীরের বহু জটিল রোগ দূর করতে পারে! জানুন চিকিৎসকের মত
1/5
শিউলি একটি অতি সুন্দর এবং ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন। এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে।
শিউলি একটি অতি সুন্দর এবং ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন। এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে।
advertisement
2/5
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান,
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করার জন্য অ্যারোমাথেরাপিতে শিউলির তেল ব্যবহার করা হয়। মস্তিষ্কে সেরোটোনিন'এর মাত্রা বৃদ্ধি পায় এবং মেজাজ নিয়ন্ত্রণ করে।"
advertisement
3/5
শিউলি পাতার রস খেলে ম্যালেরিয়ার উপসর্গগুলি হ্রাস পায়, দেহ থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়, রক্তের প্লেটলেট'এর সংখ্যা বৃদ্ধি পায় এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে।
শিউলি পাতার রস খেলে ম্যালেরিয়ার উপসর্গগুলি হ্রাস পায়, দেহ থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়, রক্তের প্লেটলেট'এর সংখ্যা বৃদ্ধি পায় এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে।
advertisement
4/5
খালি পেটে শিউলি ফুলের রস খেলে কফের সমস্যা দূর হয়। এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে। চাইলে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
খালি পেটে শিউলি ফুলের রস খেলে কফের সমস্যা দূর হয়। এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে। চাইলে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
5/5
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাঁরা এই ফুল বেটে তার রস দিয়ে খালি পেটে পান করলে নিমেষেই দূর হবে রোগ ব্যাধি।
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাঁরা এই ফুল বেটে তার রস দিয়ে খালি পেটে পান করলে নিমেষেই দূর হবে রোগ ব্যাধি।
advertisement
advertisement
advertisement