Mango Peels Benefits in Blood Sugar: ফেলে না দিয়ে আমের খোসা খান এভাবে! বশে ব্লাড সুগার, আর্থ্রাইটিস! কমবে হৃদরোগের আশঙ্কাও

Last Updated:

Mango Peels Benefits in Blood Sugar: আমের খোসাতেও ভরা প্রচুর পুষ্টিগুণ৷ দেখে নিন কীভাবে আমের খোসা কাজে লাগাবেন শরীরের উপকারিতায়৷ বলছেন পুষ্টিবিদ

আমের খোসাতেও ভরা প্রচুর পুষ্টিগুণ
আমের খোসাতেও ভরা প্রচুর পুষ্টিগুণ
গরমে একফালি পাকা আমের মতো সুখকর অভিজ্ঞতা বিরল৷ নানা ভাবে আম খেতে অভ্যস্ত বাঙালি তথা ভারতীয়রা৷ কাঁচা থেকে পাকা-নানা রূপের আম খাওয়া হয় নানা অবতারে৷ কিন্তু আমরা প্রায় সকলেই একটা ভুল করে থাকি৷ আম খেয়ে এর খোসা ফেলে দিই৷ অথচ আমের খোসাতেও ভরা প্রচুর পুষ্টিগুণ৷ দেখে নিন কীভাবে আমের খোসা কাজে লাগাবেন শরীরের উপকারিতায়৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
অ্যান্টি ডায়াবেটিক
আমের খোসা উপকরণ হিসেবে তৈরি চা বা ডিটক্স ওয়াটার পান করতে পারেন৷ এই ফলের খোসায় অ্যান্টি ডায়াবেটিক উপাদান আছে৷ আমের খোসায় ম্যাঙ্গিফেরিন বলে যে উপকরণ আছে, সেটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷
advertisement
প্রাকৃতিক কীটনাশক
আমের খোসায় ম্যাঙ্গিফেরিন এবং বেঞ্জোফেনোন বলে যে উপাদান আছে, সেগুলি প্রাকৃতিক কীটনাশক৷ আমের খোসার নির্যাসের গুণে কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা রায় ফসল৷ রাসায়নিক কীটনাশকের তুলনায় এটা অনেক গুণ বেশি উপকারী৷
advertisement
অতিবেগুনি রশ্মি রোধক
আমের খোসায় পলিফেনল এবং ক্যারোটেনয়েডস আছে৷ ফলে অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে৷ সানবার্ন বা রোদে পুড়ে যাওয়া ত্বককে ভাল রাখে৷
মৌখিক স্বাস্থ্য
আমের খোসায় বায়োঅ্যাক্টিভ যৌগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে৷ এই উপকরণ ওরাল হেল্থ ঠিক রাখে৷ আমের খোসা বা তার থেকে তৈরি মুখশুদ্ধি দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় রাখে৷
advertisement
গবেষণায় প্রকাশ, আমের খোসায় আছে ট্যানিনস এবং ফ্ল্যাভোনয়েডস যৌগ৷ এই উপাদান ক্ষত সারিয়ে তোলে৷ আমের খোসার নির্যাস থেকে তৈরি মলম লাগালে ছোটখাটো ক্ষত থেকে নিরাময় ও আরাম মেলে৷ সংক্রমণের হার কমায়৷
advertisement
অন্যান্য গুণ
আমের খোসায় আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য৷ আর্থ্রাইটিস, ইনফ্লেম্যাটরি বাওয়েল ডিজিজের মতো সমস্যা সেরে যায়৷ তাছাড়া আমের খোসায় আছে প্রচুর পরিমাণে ফাইবার৷ কার্ডিওভাসক্যুলার ডিজিজ, বদহজম সংক্রান্ত সমস্যা দূর হয় ফাইবারের গুণে৷
আমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন৷ তার পর চাটনি, স্মুদিতে মিশিয়ে ব্যবহার করুন৷ চা, ডিটক্স ওয়াটারের উপকরণ হিসেবে এই উপাদান প্রয়োজনীয়৷ সামান্য তেল বা ঘিয়ে নুন ও সরষে ফোড়ন দিয়ে আমের খোসা সাঁতলে নিন৷ এই উপাদান খেতে পারেন ভাত বা রুটির সঙ্গে৷ আমের খোসা খুব ভাল করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন৷ নয়তো এয়ার ফ্রায়ারে ৭-১০ মিনিট বেক করে এয়ারটাইট কৌটোয় রেখে দিন৷ তার পর অনেক দিন ধরে ব্যবহার করুন প্রয়োজনমতো৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mango Peels Benefits in Blood Sugar: ফেলে না দিয়ে আমের খোসা খান এভাবে! বশে ব্লাড সুগার, আর্থ্রাইটিস! কমবে হৃদরোগের আশঙ্কাও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement