Janmashtami Bhog 2023: জন্মাষ্টমীতে গোপালের জন্য নিজের হাতে ৮৮ রকম ভোগ তৈরি করে সাজিয়ে দিলেন কৃষ্ণভক্ত এই মহিলা

Last Updated:

Viral: Janmashtami Bhog 2023: নিজের হাতে তৈরি করেছেন ৮৮ রকম পদ। জন্মাষ্টমী ব্রত পালনের সময় সাজিয়ে নিবেদন করেছেন গোপালের সামনে

ম্যাঙ্গালোর : সদ্য সমাপ্ত হয়েছে জন্মাষ্টমী পার্বণ। দেশ জুড়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। নতুন পোশাক পরিয়ে, ভোগ নিবেদন করে গোপালের ছবি অনেকেই শেয়ার করেছেন সমাজমাধ্যমে। জন্মাষ্টমী ব্রত পালনের ছবি এখনও চর্চিত সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেই ভাইরাল ম্যাঙ্গালোরের কৃষ্ণভক্ত এক মহিলার আয়োজনের ছবি। তিনি নিজের হাতে তৈরি করেছেন ৮৮ রকম পদ। জন্মাষ্টমী ব্রত পালনের সময় সাজিয়ে নিবেদন করেছেন গোপালের সামনে।
তাঁর গোপাল আরাধনার ছবি ট্যুইটারে পোস্ট করেছেন ডাক্তার পি কামাথ। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন সেই ৮৮ ভোগের সমাহার। জন্মাষ্টমীতে সাধারণত ছাপ্পান্ন ভোগ নিবেদন করাই প্রাচীন রীতি। কিন্তু এই কৃষ্ণভক্তের আয়োজনে শোভা পাচ্ছে ৮৮ ভোগ। লাড্ডু, বরফি, জিলিপি-সহ একাধিক প্রসাদ সেখানে নিবেদন করা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে যে মহিলা এই আয়োজন করেছেন তিনি ডাক্তার পি কামাথের রোগিণী ছিলেন। তিনি প্রতি বছরই জন্মাষ্টমীতে বর্ণময় আয়োজন করে থাকেন। তবে তাঁর এ বারের আয়োজন ছাপিয়ে গিয়েছে আগের ভোগপ্রসাদের নিবেদন ও সমাহার। তাঁর কৃষ্ণআরাধনার ছবি ট্যুইটারে পোস্ট করে ডাক্তার কামাথ লিখেছেন ‘‘উনি আমার রোগিণী। তাঁর জন্য এবং শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ভক্তির জন্য আমি গর্বিত। তিনি তাঁর আগের আয়োজনের রেকর্ড ভেঙে ফেলেছেন। গোকুলাষ্টমীর রাতে তিনি ৮৮ রকম ভোগপ্রসাদ প্রস্তুত করেছেন।’’
advertisement
নেটিজেনরা জন্মাষ্টমীর এই আয়োজন দেখে উচ্ছ্বসিত। তাঁদের মন্তব্য, ঈশ্বরের প্রতি খাঁটি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস থেকেই এই আয়োজন সম্ভব।’’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Janmashtami Bhog 2023: জন্মাষ্টমীতে গোপালের জন্য নিজের হাতে ৮৮ রকম ভোগ তৈরি করে সাজিয়ে দিলেন কৃষ্ণভক্ত এই মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement