Make up tips : এই মেকআপ সামগ্রীগুলি নষ্ট হয়ে যায় দ্রুত! বাড়িতে কীভাবে রাখবেন জানুন

Last Updated:

Make up tips : সাধের মেকআপ সামগ্রী কীভাবে গুছিয়ে রাখা যায়? রইল কিছু দরকারি টিপস।

#নয়াদিল্লি: সাধের মেকআপ সামগ্রী কীভাবে গুছিয়ে রাখা যায়? রইল কিছু দরকারি টিপস।
কুকিজারে নেলপলিশ
এই ধরনের জারগুলি স্বচ্ছ হয়। তাই নেলপলিশ রাখলে নেলপালিশের রঙ বয়ামের পাশ দিয়ে দেখা যাবে এবং সামগ্রিকভাবে দেখতে খুব উজ্জ্বল লাগবে।
advertisement
কাচের বয়ামে লিপস্টিক
লিপস্টিক এবং লিপগ্লস ব্যবহারের জন্য এই ধরনের বয়াম ব্যবহার করতে পারি আমরা। এক্ষেত্রে নিজের মতো করে লিপস্টিক কিংবা লিপকালারের রঙ, প্যাকেজিং এমনকী ব্র‍্যান্ড অনুযায়ী সাজানো যায়।
advertisement
বরফের ট্রে ব্যবহার
সিলিকনের এই ট্রেগুলিতে প্রয়োজনমাফিক সব কিছু মানিয়ে যায় এবং ধুলো জমলে এগুলি পরিষ্কার করাও সহজ।
বাক্সে ব্রাশ
আইশ্যাডোর সমস্ত ব্রাশ শেড বাক্সে রাখলে কখনওই হারিয়ে যাবে না। পাশাপাশি সুন্দর দেখতে এই বাক্সগুলিতে গুছিয়ে রাখলে ব্রাশগুলি ছড়িয়ে থাকার জন্য নোংরাও হবে না।
advertisement
সিলভারওয়্যারে প্রোডাক্ট রাখা
রান্নার বাসন রাখার সরঞ্জাম বাথরুম কিংবা সাজগোজের ড্রয়ারে রাখলেও ততটাই কাজে আসে। সেক্ষেত্রে ছুরির জায়গায় আয়রন, কাঁটাচামচের জায়গায় মেকআপ ব্রাশ এবং আইলাইনার চামচের বদলে রাখা যেতে পারে।
রাসকগ কার্ট ব্যবহার
প্রয়োজনীয় জিনিসগুলিকে ছড়িয়ে ছিটিয়ে রাখার পরিবর্তে রাসকগ কার্টটিতে গুছিয়ে রাখতে পারি আমরা যাতে আমাদের প্রয়োজনের সময় দ্রুত সবকিছু হাতের লাগালে চলে আসে।
advertisement
ট্রে-তে সামগ্রী রাখা
কোনও পুরোনো ট্রে মেকআপ ভ্যানিটিতে রাখা যায় এবং একই জায়গায় সমস্ত সামগ্রী রাখার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আইলাইনার কিংবা মেকআপ ব্রাশের মতো জিনিসগুলিকে রাখার জন্য কিছু ম্যাসন জার ব্যবহার করা যায়।
advertisement
পেপারের মতো মেকআপ রাখা
এই ধরনের ভারী আসবাব সাধারণত কাগজপত্র রাখতে ব্যবহৃত হয়। এগুলিতে চারটি ভিন্ন ড্রয়ার থাকে যাতে প্রয়োজনীয় অনেক কিছু গুছিয়ে রাখা যায়। অতএব, চাইলে মেকআপের জিনিসও সুন্দর করে এতে গুছিয়ে রাখতেই পারি আমরা।
স্বচ্ছ ড্রয়ারে কৌটোবন্দি করে রাখা
এই ধরনের স্বচ্ছ ফ্রিস্ট্যান্ডিং অরগানাইজারগুলি আইলাইনার পেন্সিল, মেকআপ ব্রাশ, লিপস্টিক এবং পছন্দ অনুযায়ী যে কোনও জিনিস সাজিতে রাখার জন্য দারুণ তো বটেই, তাছাড়া বাইরে থেকে দেখতেও সুন্দর লাগে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make up tips : এই মেকআপ সামগ্রীগুলি নষ্ট হয়ে যায় দ্রুত! বাড়িতে কীভাবে রাখবেন জানুন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement