ব্ল্যাক আইশ্যাডো না মোনোটোন মেকআপ? বিয়ের মরশুম জমিয়ে দিন বিশেষ এই সাজকাহনে!

Last Updated:

Make Up tips for wedding season : পোশাকআশাক থেকে মেকআপ সব হতে হবে চোখধাঁধাঁনো। সাজ দেখে আত্মীয়স্বজনের চোখে ঝিলমিল লেগে যায়।

পোশাকআশাক থেকে মেকআপ সব হতে হবে চোখধাঁধাঁনো
পোশাকআশাক থেকে মেকআপ সব হতে হবে চোখধাঁধাঁনো
শীত পড়ছে। শুরু হচ্ছে বিয়ের মরশুম। পোশাকআশাক থেকে মেকআপ সব হতে হবে চোখধাঁধাঁনো। সাজ দেখে আত্মীয়স্বজনের চোখে ঝিলমিল লেগে যায়। আর সাজ যদি আম্বানির বাড়ির সদস্যদের মতো হয় তাহলে তো কথাই নেই।
শ্লোকা মেহতা: দুগালে দিতে হবে ব্লাশ। যাতে বিয়ের রাতে গাল থেকে ছড়ায় গোলাপি আভা।
ব্ল্যাক আইশ্যাডো: নীতার মতো করে লাগাতে হবে ব্ল্যাক আইশ্যাডো। চোখ হবে আয়ত দীঘির মতো।
advertisement
বোল্ড লিপস: ঠোঁটই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই লাগাতে হবে গাঢ় রঙের লিপস্টিক। তার সঙ্গে পোশাক যেন ম্যাচিং হয়। একেবারে শ্লোকার মতো।
advertisement
হাইলাইটেড চিকস: সামান্য হাইলাইটার ব্যবহার করলেই সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। পাঁচ জনের থেকে এক নজরে আলাদা করে নেওয়া যায়। সেভাবে হাইলাইটার ব্যবহার করেন ইশা। নিজেকে কীভাবে অনন্য করে তুলতে হবে সেটা তিনি ভাল জানেন।
স্মোকি আইজ: ইশা আম্বানির বিয়ের সাজ মনে আছে! তাঁর স্মোকি চোখ গ্ল্যামার দুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে হ্যাঁ, স্মোকি ব্যাপারটা শুধু চোখেই ফুটে উঠবে। বাকি মুখ থাকবে সাধারণ।
advertisement
আরও পড়ুন :  লজ্জা থেকে বাঁচতে আর শেভ নয়, এ বার দাড়িগোঁফ নিয়েই বাঁচবেন এই তরুণী
মোনোটোন মেকআপ: মোনোটোন মেকআপ মানে একই রঙ। অর্থাৎ কারও যদি গোলাপি পছন্দ হয় তাহলে চোখ, ঠোঁট আর গালে সেই রঙই ব্যবহার করতে হবে। চোখে কালো আইশ্যাডো, গালে গোলাপি ব্লাশার ব্যবহার করলে চলবে না।
advertisement
কোহল আই: ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে কোহল চোখ। বেশ একটা ভাসা ভাসা ব্যাপার। দেখতে যে অসাধারণ লাগে সেটা নীতা আম্বানিকে দেখলেই বোঝা যায়।
লাল টিপ: টিপ ছাড়া আবার সাজ সম্পূর্ণ হয় নাকি। বিশেষ করে ভারতীয় সাজ। শাড়ি পরলে চোখে কাজল আর কপালে টিপ দিতেই হবে। তবেই সাজ হবে সম্পূর্ণ। হ্যাঁ, টিনা আম্বানির মতো।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্ল্যাক আইশ্যাডো না মোনোটোন মেকআপ? বিয়ের মরশুম জমিয়ে দিন বিশেষ এই সাজকাহনে!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement