Liver health: ফ্যাটি লিভার বা হেপাটাইটিস হলে হতে পারে মৃত্যুও! কী ভাবে ভাল থাকবে লিভার, জানাচ্ছেন চিকিৎসকরা

Last Updated:

Liver health: বর্ধমানে অনুষ্ঠিত হল বিশ্ব যকৃৎ দিবস। উন্নত লিভারের লক্ষ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রার ওপর জোর দিলেন চিকিৎসকরা। আয়োজনে ছিল মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড। চিকিৎসকরা জানান, ভারতে প্রতি বছর ২ লক্ষ ৬৮ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন লিভারজনিত সমস্যার কারণে।

লিভার কেন খারাপ হয় জানেন! ভালো থাকতে কী পরামর্শ বিশেষজ্ঞদের?
লিভার কেন খারাপ হয় জানেন! ভালো থাকতে কী পরামর্শ বিশেষজ্ঞদের?
বর্ধমান: বর্ধমানে অনুষ্ঠিত হল বিশ্ব যকৃৎ দিবস। উন্নত লিভারের লক্ষ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রার ওপর জোর দিলেন চিকিৎসকরা। আয়োজনে ছিল মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড। চিকিৎসকরা জানান, ভারতে প্রতি বছর ২ লক্ষ ৬৮ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন লিভারজনিত সমস্যার কারণে। বর্তমানে ফ্যাটি লিভার সম্পর্কিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং হেপাটাইটিস এবং দীর্ঘস্থায়ী লিভার রোগের মতো সমস্যা ধরা পড়ছে শুধুমাত্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো এবং স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণে।
বর্ধমানের পান্থশালায় আয়োজিত এই আলোচনা সভায় লিভার ট্রান্সপ্ল্যান্টেশন সার্জারির বিশেষজ্ঞ ডা. লোহিত শেঠি রাজু বলেন, প্রায়ই খারাপ খাদ্যাভ্যাস, বসে থাকার অভ্যাস এবং মদ্যপানের অপব্যবহারের মতো জীবনযাত্রার কু-অভ্যাসের কারণে ফ্যাটি লিভারের সমস্যা, সিরোসিস, ভাইরাল হেপাটাইটিস এবং পিত্তথলির সমস্যা বৃদ্ধি পায়। নিশ্চিত করে বলা সম্ভব যে, ফ্যাটি লিভার রোগের মতো লিভারের নানান সমস্যা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। শাকসবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং অ্যালকোহল ও তামাক বর্জন, লিভারের চর্বি, প্রদাহ এবং ফাইব্রোসিস কমাতে বিশেষভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে। এমনকি ওজন হ্রাসও লিভারের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং রোগের বৃদ্ধি পাওয়া রোধ করতে পারে।
advertisement
advertisement
এই পরিবর্তনগুলি কেবল লিভারের কার্যকারিতা পুনরুদ্ধার করে না বরং ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে। সঠিক সময়ে রোগ নির্ণয়, সঠিক ধারণা এবং সঠিক স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করলে তা রোগ প্রতিহত করতে বেশি সুবিধা হ “আমরা ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার পর্যন্ত লিভারের সমস্ত রোগের সম্পূর্ণ সমস্যা সমাধে বোধ পরিকর। সর্বশেষ অস্ত্রোপচার এবং শল্যচিকিৎসা ছাড়াই নানান পদ্ধতি ব্যবহার করে রোগীকে সুস্থ করাই আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। আমাদের সর্বপ্রথম চেষ্টা হল রোগীর ব্যাপক যত্নের মাধ্যমে রোগের প্রাথমিক সনাক্তকরণ, জীবনধারা পরিবর্তন এবং ন্যূনতম আক্রমণাত্মক এন্ডোস্কোপিক এবং রোবোটিক সার্জারির মাধ্যমে রোগীদের বিভিন্ন জটিল লিভারের অবস্থা থেকে পুনরুদ্ধারের সর্বোত্তম সুযোগ প্রদান করা।”
advertisement
গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. কে হেমন্ত কুমার বলেন,উন্নত ডায়াগনস্টিকস এবং চিকিৎসা থেরাপির সহায়তায় গ্যাস্ট্রো কেয়ারের প্রতি আমাদের বহুমুখী পদ্ধতি, প্রাথমিক পর্যায়ের জিআই এবং লিভারের রোগীদের ক্ষেত্রে সুস্থ হওয়ার দিকে ব্যাপক উন্নতি করেছে। সময় মতো চিকিৎসা প্রদানের সঙ্গে জীবনযাত্রার সংশোধনে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। সাধারণ জীবনযাত্রার পরিবর্তন যেমন ভালো পুষ্টিকর প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, দেরি করে রাতের খাবার এড়িয়ে চলা, খাবারের মধ্যে অতিরিক্ত অনুপযুক্ত খাবার না খাওয়া, প্রচুর জল পান করা, নিয়মিত শারীরিক কার্যকলাপ করা, অ্যালকোহল এবং ধূমপান বন্ধ করা বেশিরভাগ জিআই এবং লিভার সম্পর্কিত রোগ প্রতিরোধ করে।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Liver health: ফ্যাটি লিভার বা হেপাটাইটিস হলে হতে পারে মৃত্যুও! কী ভাবে ভাল থাকবে লিভার, জানাচ্ছেন চিকিৎসকরা
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement