রূপচর্চায় আদা! উজ্জ্বল ও টানটান ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান

Last Updated:

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে আদা ব্যবহার করা যতে পারে।

সর্দি-কাশি থেকে বাঁচতে আদার উপকারিতা অপরিসীম। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু,  হয়তো অনেকেই জানেন না  ত্বকের যত্নেও আদার কোনও তুলনা হয় না। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে আদা ব্যবহার করা যতে পারে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ত্বকে আদা ব্যবহার করা যাবে-
উজ্জ্বল ও গোলাপী আভাযুক্ত ত্বক পেতে হলে, সামান্য আদার রস, মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে হবে। এতে সহজেই উজ্জ্বল ত্বক পাওয়া যাবে। এবং ত্বকে ব়্যাশের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।
advertisement
মুখে নিয়মিত আদার রস ব্যবহার করলে বয়সের ছাপ পড়তে পারে না। আদা বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
advertisement
সামান্য আদার রস নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করতে হবে। ১৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ করার পর ত্বক ভাল করে ধুয়ে নিতে হবে। এতে ত্বক পরিষ্কার হয় এবং ত্বকের ব্যকটেরিয়া দূর হতে সাহায্য করে।
advertisement
আদার রসে মধু ও লেবু দিয়ে মুখে লাগাতে হবে। এতে ত্বক টান টান থাকে এবং ত্বকের যেকোনও ফাংগাল ইনফেকশন দূর হয়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। )
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রূপচর্চায় আদা! উজ্জ্বল ও টানটান ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement