Lakshmi Puja 2023: শাড়ির সঙ্গে এলো খোঁপায় ফুল বা বাহারি কাঁটা! জানুন লক্ষ্মীপুজোর সাজ নিয়ে

Last Updated:

Lakshmi Puja 2023: ছিমছাম একরঙা শাড়ির সঙ্গে ঝলমলে জমকালো ডিজাইনার ব্লাউজ দিব্যি মানাবে।এছাড়াও অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি পড়তে পারেন সকলে

অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি এবার দারুন ট্রেন্ড
অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি এবার দারুন ট্রেন্ড
অনির্বাণ রায়, শিলিগুড়ি : দুর্গাপুজো সবে গিয়েছে। এবার লক্ষ্মীপুজোর তোড়জোড়।  লক্ষ্মীপুজোয় বাড়ির লক্ষ্মীদের কাজও কম থাকে না। কোমর বেঁধে রান্নাঘরে ভোগ রান্না থেকে, অতিথি আপ্যায়ন-সবেতেই নজরদারি চালাতে হয় তাঁদের। তবে লক্ষ্মীপুজোয় শাড়ি ছাড়া আবার সাজ হয় নাকি?  লক্ষ্মীপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে লালপেড়ে সাদা শাড়ি, কিংবা লাল, হলুদ-ঘিয়ে রঙা শাড়িতে সেজে আলপনা দিতে ব্যস্ত বাড়ির মেয়ে-বউমারা।
কীভাবে সাজবেন লক্ষ্মীপুজোয়, তা নিয়ে কথা বললেন শিলিগুড়ির একজন ফ্যাশন বিশেষজ্ঞ। শিলিগুড়ির ফ্যাশন এক্সপার্ট শুভব্রত রায় বলেন, ‘‘একটু অন্যরকম সাজতে চাইলে ব্লাউজের কাটে আনুন তারতম্য। ছিমছাম একরঙা শাড়ির সঙ্গে ঝলমলে জমকালো ডিজাইনার ব্লাউজ দিব্যি মানাবে।এছাড়াও অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি পরতে পারেন সকলে। ভালই মানাবে। কেশসজ্জাতেও থাক লক্ষ্মীমন্ত ভাব। কেয়ারলেস এলো খোঁপা, তাতে ফুল বা সুন্দর ডিজাইনের একটা কাঁটা গোঁজা।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘মায়ের হোক কিংবা নিজের বেনারসি–লাল-রানি-গোলাপি, কমলা রঙের হলে দিব্যি পরতে পারেন। সঙ্গে হাতে-কানে, গলায় শোভা পাক ভারী গয়না। তা সে সোনারও হতে পারে অথবা আজকাল বাজারচলতি ইমিটেশনের গয়নাও। শাড়িতে রুপোলি ছোঁয়া থাকলে ভারী রুপো কিংবা অক্সিডাইজের গয়নাও পরতে পারেন। মেক-আপ করুন হালকা, তবে ঠোঁটে ব্যবহার করুন গাঢ় লিপস্টিক। কপালে সিঁদুরের টিপও পরতে পারেন। তবে যাই পরুন, সাজটা হতে হবে শান্ত-স্নিগ্ধ।’’
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lakshmi Puja 2023: শাড়ির সঙ্গে এলো খোঁপায় ফুল বা বাহারি কাঁটা! জানুন লক্ষ্মীপুজোর সাজ নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement