মুডের সঙ্গে মিলে যাক পোশাকে রং, রীতু কুমারের কালেকশনে মুডের ছোঁয়া

Last Updated:

মহিলাদের পোশাক ঠিক কেমন হওয়া উচিত, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রীতু কুমার ৷

#মুম্বই: মহিলাদের পোশাক ঠিক কেমন হওয়া উচিত, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রীতু কুমার ৷ আর তাই তো তাঁর কালেকশনে সেই অভিজ্ঞতার ছাপই বার বার নজরে আসে ৷
Show 4 Ritu Kumar
তবে এবারের ল্যাকমে ফ্যাশন উইকে রীতু কুমারের কালেকশনে উঠে এল একেবারে অন্যরকম মুড ! আসলে পোশাকে মুডের নানা রংকেই তুলে ধরলেন ডিজাইনার রীতু কুমার ৷
advertisement
কালার প্যালেটে বেছে নিলেন কখনও উজ্জ্বল রং, তো কখনও ধূসর, ক্রিম ও হালকা সাদা ও হলুদের মিশ্রণ ৷ পোশাকে দেখা মিলল শর্ট ড্রেস, স্কার্ট, জাম্পস্যুট ! আর ফেব্রিক হিসেবে রীতু কুমার বেছে নিলেন শিফন, সিল্ক ও সুতির কাপড় ৷ শো-স্টপার হিসেবে রীতু কুমার বেছে নিলেন তারা সুতারিয়াকে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মুডের সঙ্গে মিলে যাক পোশাকে রং, রীতু কুমারের কালেকশনে মুডের ছোঁয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement