Home /News /life-style /
মুডের সঙ্গে মিলে যাক পোশাকে রং, রীতু কুমারের কালেকশনে মুডের ছোঁয়া

মুডের সঙ্গে মিলে যাক পোশাকে রং, রীতু কুমারের কালেকশনে মুডের ছোঁয়া

মহিলাদের পোশাক ঠিক কেমন হওয়া উচিত, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রীতু কুমার ৷

  • Last Updated :
  • Share this:
    #মুম্বই: মহিলাদের পোশাক ঠিক কেমন হওয়া উচিত, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রীতু কুমার ৷ আর তাই তো তাঁর কালেকশনে সেই অভিজ্ঞতার ছাপই বার বার নজরে আসে ৷Show 4 Ritu Kumarতবে এবারের ল্যাকমে ফ্যাশন উইকে রীতু কুমারের কালেকশনে উঠে এল একেবারে অন্যরকম মুড ! আসলে পোশাকে মুডের নানা রংকেই তুলে ধরলেন ডিজাইনার রীতু কুমার ৷ কালার প্যালেটে বেছে নিলেন কখনও উজ্জ্বল রং, তো কখনও ধূসর, ক্রিম ও হালকা সাদা ও হলুদের মিশ্রণ ৷ পোশাকে দেখা মিলল শর্ট ড্রেস, স্কার্ট, জাম্পস্যুট ! আর ফেব্রিক হিসেবে রীতু কুমার বেছে নিলেন শিফন, সিল্ক ও সুতির কাপড় ৷ শো-স্টপার হিসেবে রীতু কুমার বেছে নিলেন তারা সুতারিয়াকে ৷
    First published:

    Tags: Lakme Fashion week 2019, Ritu Kumar