Polo Floatel: হাতে বাটা মশলার খাবার, পুজোয় এলাহি আয়োজন গঙ্গাবক্ষের 'এই' ভাসমান রেস্তোরাঁয়

Last Updated:

Polo Floatel: গঙ্গার বয়ে যাওয়া জলধারা আর পোলো ফ্লোটেলের স্বাদধারার যুগলবন্দিতে এবার খুব অন্য রকম এক পেটপুজোর সাক্ষী থাকবে এই শহর।

পুজোয় শহর মাতাবে পোলো ফ্লোটেল
পুজোয় শহর মাতাবে পোলো ফ্লোটেল
কলকাতা: যাঁরা একবার ঢুঁ মেরেছেন, তাঁরাই জানেন নদীর বুকে ভাসমান এই রেস্তোরাঁর মাহাত্ম্য। স্বাদে আর সাধে দুইয়েতেই মন মজায় পোলো ফ্লোটেল। এবারের দুর্গা পুজোও তার ব্যতিক্রম হবে না। প্রতিবারের মতো অতিথিদের আপ্যায়ণে কোমর বেঁধে তৈরি এই তরণী সরাই, সেজে উঠেছে সে নতুন ভাবে।
পোলো ফ্লোটেল এবার পুজোয় খাস যে আয়োজন করেছে, তার শুরুটা বেশ জমকালো, শহরের ফুড ভ্লগারদের দৌলতে তার কিছু কিছু রিল অনেকেরই চোখে পড়ে থাকবে ইনস্টাগ্রাম মারফত। সেখানে দেখা যাচ্ছে নদীর বুক থেকে মাছ তুলে রান্নার বিশেষ আয়োজন। সে কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সৌমেন হালদারও। তাঁর প্রতিশ্রুতি, এবার পুজোয় ফিরে আসতে চলেছে সেই সব চিরচেনা স্বাদ, যা একদা বাঙালির পাত অধিকার করে ছিল।
advertisement
advertisement
কথায় কথায় তিনি ব্যাখ্যা করেছেন বিষয়টাকে। আমরা সবাই জানি, যে কোনও রান্নায় স্বাদের তারতম্য ঘটে অভিজ্ঞ রাঁধুনির হাতের গুণে আর মশলার কারসাজিতে। সেই অভিজ্ঞ শেফ তো রয়েছেই পোলো ফ্লোটেলের সংগ্রহে, যাঁদের হাতের স্বাদে এই শহর এখনও মুগ্ধ। আর মশলার কারিকুরিতেই এবার পুজোয় ফিরে আসছে অধুনালুপ্ত ব্যঞ্জনের বাহার। সৌমেন জানিয়েছেন যে পুজোর বিশেষ বাঙালি পদগুলো রাঁধা হবে একেবারে সাবেকি নিয়মে, কোনও যন্ত্র, বলা ভাল, মিক্সার গ্রাইন্ডারের সাহায্য তাঁরা নেবেন না, হাতে বাটা মশলার ছোঁয়ায় প্রতিটি ব্যঞ্জনকে করে তোলা হবে স্বাদে আর গন্ধে, রূপে আর রসে মনোহর।
advertisement
তবে, শুধু যে মশলা আর রাঁধুনির হাতের গুণই যথেষ্ট নয়, সে কথাও বিলক্ষণ জানে শহরের এই ভাসমান রেস্তোরাঁ। সেই জন্যই রান্নার প্রধান উপকরণেও রাখা হচ্ছে সজীবতার ছোঁয়া। সৌমেন জানিয়েছেন যে অর্ডার দেওয়ার পরে তাঁরা মাঝিদের দিয়ে নদী থেকে মাছ ধরিয়ে তা রান্না করে বেড়ে দেবেন অতিথিদের পাতে। এই তরতাজা স্বাদ যে একমাত্র গঙ্গাবক্ষের এই রেস্তোরাঁই দিতে পারে, তা আর না বললেও চলে। একই সঙ্গে, স্থানীয় সবজি বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা হবে বাছাই করা তরতাজা উপাদান।
advertisement
সঙ্গে রয়েছে পোলো ফ্লোটেলের আভিজাত্যে মোড়া অন্দরসাজ, যা নিঃসন্দেহে পুজোর মেজাজে আলাদা মৌতাত যোগ করবে। মন ভরিয়ে দেবে নদীর নিসর্গ। পুজোর অন্য দিন হোক বা বিশেষ করে দশমী- গঙ্গার বয়ে যাওয়া জলধারা আর পোলো ফ্লোটেলের স্বাদধারার যুগলবন্দিতে এবার খুব অন্য রকম এক পেটপুজোর সাক্ষী থাকবে এই শহর।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Polo Floatel: হাতে বাটা মশলার খাবার, পুজোয় এলাহি আয়োজন গঙ্গাবক্ষের 'এই' ভাসমান রেস্তোরাঁয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement