Kolkata Mukutmanipur Bus Service: সুবর্ণ সুযোগ! কলকাতা থেকে বিলাসী বাসে মুকুটমণিপুর চলুন ‘বিনা খরচেই’! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kolkata Mukutmanipur Bus Service: যাত্রীদের জন্য ওয়াইফাই, এসি, স্লিপার কোচের সুবিধা রয়েছে। ঝিলিমিলি থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ৩০০ টাকা।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: কী এমন ঘটল বাঁকুড়া জঙ্গলমহলে যে বাসে চাপতে হল মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। বাস ধরতে খুব মন্ত্রী হাজির বাসস্ট্যান্ডে। আসলে গল্পটা একটু অন্যরকম! বহুদিনের প্রতীক্ষার অবসান অবশেষে। প্রত্যন্ত জঙ্গলমহল থেকে এবার সিটি অফ জয় এক গাড়িতেই কাবার। এবার একটা বাসেই পৌঁছে যাবেন কলকাতা। সরাসরি প্রত্যন্ত জঙ্গলমহল থেকে কলকাতার দূরত্বটা এবার ছোট হয়ে গেল বাঁকুড়ার বুকে।
জঙ্গলমহলের ঝিলিমিলি-কলকাতা বেসরকারি বাস পরিষেবা চালু হল। দিনের বেলায় এই বেসরকারি বাস পরিষেবা চালুর ফলে জঙ্গলমহলের বাস যাত্রী থেকে শুরু করে মুকুটমণিপুর ও জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদেরও সুবিধা হবে বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ার পাম্প মোড়ে ওই বেসরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
advertisement
বাস কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, প্রতিদিন ভোর চারটে চল্লিশে-এ ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে বাসটি। খাতড়া থেকে বেরিয়ে যাবে ভোর পাঁচটা পঁচিশ নাগাদ। আবার কলকাতা থেকে ফেরার সময় রয়েছে বিকেল তিনটে পঞ্চাশ। অগ্রিম সিট বুকিং এর কাউন্টার খাতড়াতে রয়েছে। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও সিট বুকিং করা যাবে। যাত্রীদের জন্য ওয়াইফাই, এসি, স্লিপার কোচের সুবিধা রয়েছে। ঝিলিমিলি থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ৩০০ টাকা। খাতড়া থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে আড়াইশো টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই মাছ ‘ক্যানসারের কারখানা’! উকুন-এঁটুলির ‘ডিপো’! ভুলেও মুখে দেবেন না! বাজারে দেখলেই অ্যালার্ট হোন
উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে প্রতিবন্ধীদের জন্য। তাছাড়াও দুঃস্থ রোগী, রোগীর আত্মীয় ও দুঃস্থ রোগীদের সাহায্যের জন্য যেসব যাত্রীরা কলকাতা যাবেন, উপযুক্ত প্রমাণে বিনা খরচে তাদের নিয়ে যাওয়া হবে বলে বাস কর্তৃপক্ষ জানায়। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী। দিনের বেলায় অল্প সময়ে কলকাতা যাতায়াতের সুবিধা পাওয়া যবে বলে খুশি জঙ্গলমহলের যাত্রীরা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 9:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kolkata Mukutmanipur Bus Service: সুবর্ণ সুযোগ! কলকাতা থেকে বিলাসী বাসে মুকুটমণিপুর চলুন ‘বিনা খরচেই’! জানুন বিশদে