Poa Pitha: পোয়া পিঠেতে পোয়াবারো! সহজ রেসিপি রইল, চটপট বাড়িতে বানিয়ে নিন

Last Updated:

শীতের বিভিন্ন ধরনের পিঠের মধ্যে তেল পিঠে বা পোয়া পিঠে অন্যতম। শীত পড়ার সঙ্গে সঙ্গে পিঠে খাওয়ার ধুম পড়ে যায় বাঙালির ঘরে ঘরে। এসময় একটি মজার খাবার হলো পোয়া পিঠে, এটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়।

+
পোয়া

পোয়া পিঠে 

দক্ষিণ দিনাজপুর : শীতকাল মানেই পুলি পিঠের উৎসব। এই পিঠে পুলি খেতে পছন্দ করেন না এরকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেক বাঙালির রসনার একটা অবিচ্ছেদ্য অংশ এই পিঠে পুলি। আর এর মধ্যেই অন্যতম তেল পিঠে বা পোয়া পিঠে। শীতের বিভিন্ন ধরনের পিঠের মধ্যে তেল পিঠে অন্যতম।
শীত পড়ার সঙ্গে সঙ্গে পিঠে খাওয়ার ধুম পড়ে যায় বাঙালির ঘরে ঘরে। এসময় একটি মজার খাবার হল পোয়া পিঠে, এটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। দেখে নিন রেসিপি –
advertisement
advertisement
প্রথমে একটি বড়ো পাত্রে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। এক্ষেত্রে ময়দাও ব্যবহার করা যেতে পারে। এরপর পরিমাণ মতোই এতে সুজি দিতে হবে। সামান্য গোটা মৌরি উপর থেকে ছড়িয়ে এরপর তাতে বড় চামুচের দু চামুচ চিনি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে অনেকে গুড় পছন্দ করে থাকে। সেক্ষেত্রে পরিমাণ মতো গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে একইসঙ্গে।
advertisement
মেশানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ গরম জল অল্প অল্প করে ঢেলে নিয়ে ভাল করে মিশ্রণ বানিয়ে নিতে হবে। গোলাটা এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি গাঢ় বা পাতলা না হয়।
আরও পড়ুন Makar Sankranti Pithe: এটা পিঠে না রুটি? মকর সংক্রান্তিতে তৈরি হয় এই বিশেষ ডিশ!
এবার ভাজার পালা। প্রথমেই কড়াই বা ফ্রাই প্যান এ সেই পরিমাণ তেল দিতে হবে, যাতে একটা পিঠা ভাঁজতে ডুবে যেতে পারে। সেক্ষেত্রে ছোট দেখে কড়াই বা ফ্রাই প্যান নিলে তাহলে তেল কম ঢাললেও হবে। তেলটাকে বেশ ভালমতো গরম করে নিতে হবে।
advertisement
গরম তেলে ডাবু হাতা করে একচামচ গোলা ছাড়তে হবে। কিছুক্ষনের মধ্যেই ভাঁজা হয়ে গেলে তা ফুলে উঠবে। তারপর উল্টে দিয়ে একই ভাবে ভেঁজে নিতে হবে। এক্ষেত্রে আঁচ বাড়তি রাখতে হবে , আঁচ কমালে কিন্তু পিঠা ভাল ফুলবে না। দুইপাশ সোনালী করে ভেজে তেল থেকে উঠিয়ে নিলেই তৈরি শীতের সন্ধ্যায় গরমা গরম তুলতুলে নরম পোয়া পিঠে বা তেল পিঠে। সঙ্গে চা এ এক চুমুক।এতেই বাঙালির সন্ধ্যাকালীন আড্ডা জমে যাবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poa Pitha: পোয়া পিঠেতে পোয়াবারো! সহজ রেসিপি রইল, চটপট বাড়িতে বানিয়ে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement