Passion Fruit: ফল খাবেন, বীজও খেতে পারবেন! উপকারিতা ব্যাপক, নতুন ধরনের ফল আসছে বাজারে, এখনই চিনুন

Last Updated:

Malda News: ভারতবর্ষের কেরালায় বিদেশি এই ফলের ব্যাপক চাহিদা, বর্তমানে কেরালায় চাষ হচ্ছে প্যাশন ফ্রুট, টক জাতীয় এই ফল

+
প্যাশন

প্যাশন ফ্রুট 

মালদহ: বিদেশি ফল পশ্চিমবঙ্গের মানুষ এখনও পরিচিত নয়। তবে বিশ্বের সুপার ফ্রুট গুলির মধ্যে অন্যতম একটি। সেই ফল এখন মালদহে ফলছে। অবাক হলেও এমনটাই সত্যি। বিদেশের বিখ্যাত ফল মালদহে সফল ভাবে চাষ করছেন বামোনগোলা ব্লকের ছাতিয়ার বাসিন্দা কার্তিক রাম। যদিও তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি বিকল্প চাষ করে থাকেন। মূলত তিনি ড্রাগন ফল চাষ করেন। তার ফাঁকে বিদেশের প্যাশন ফ্রুট চাষ শুরু করেন পরীক্ষামূলক ভাবে।
প্যাশন ফ্রুট মূলত আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পাশ্চাত্যের দেশগুলিতে চাষ হয়। তবে অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে চাষ হয় প্যাশন ফ্রুট। বর্তমানে ভারতবর্ষের কেরালায় এই ফলের ব্যাপক চাহিদা। কেরালার সাধারণ মানুষের মধ্যেও এই ফল খাওয়ার প্রবণতা রয়েছে। কেরালার সাধারণ মানুষ এই ফলের সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়েছেন। মালদহের কার্তিক রাম “কেরালা থেকেই প্যাশন ফ্রুটের চারা গাছ নিয়ে এসেছিলেন। কার্তিক রাম বলেন, বিকল্প চাষ দীর্ঘদিন ধরেই করছি। মূলত ড্রাগন ফল চাষ করছি আমি। তবে প্যাশন ফ্রুট চাষ করে সাফল্য পেয়েছি। এই ফলের চাহিদা ব্যাপক। যদিও পশ্চিমবঙ্গের মানুষ তেমনভাবে এই ফল চেনেন না। দক্ষিণ ভারতে এই ফল ব্যাপক পরিচিত।”
advertisement
আরও পড়ুনMahashivratri 2024: কবে মহাশিবরাত্রি? শিবের মাথায় জল ঢালার বিশেষ সময়, সর্বার্থ সিদ্ধি সহ ৩টি শুভ যোগে জ্বলজ্বল করবে ভাগ্য!
প্যাশন ফ্রুটের গাছ লতানো হয়। বেড়া বা কোন মাচার উপর হয়। মালদহের মাটিতে এই গাছ হচ্ছে। গাছের বৃদ্ধি এমনকি ফল ভাল হচ্ছে। বছরে দুই বার ফল হয়।প্যাশন ফ্রুটের স্বাদ অনান্য ফলের থেকে সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে ফল দেখতে অনেকটা মহাকালের ফলের মত। ফলের ভfতরে থকথকে জেলির মত খাদ্য অংশ রয়েছে। ছোট ছোট অনেক বীজ থাকে জেলির মধ্যে। ফলের স্বাদ টক। জেলি অংশ ও বীজ দুটোই খাওয়া যায়।
advertisement
advertisement
টক জাতীয় এই ফলের উপকারিতা অনেক রয়েছে। মালদহ জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, মালদহে প্রথম প্যাশন ফ্রুট চাষ করছেন একজন কৃষক। বেশ ভালভাবেই চাষ হচ্ছে। এই ফল সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে আশা করা যায় বিক্রি হবে। কারণ এই ফলের পুষ্টিগুণ প্রচুর রয়েছে। এই ফল ভারতের নয় মূলত বিদেশে চাষ হয়।
advertisement
এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই ফল চেনেন না। তাই এই ফল বাংলায় বিক্রিও হয় না। তবে অন্যান্য জায়গায় এই ফলের চাহিদা ব্যাপক দামও প্রচুর। কেরালার বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয় প্যাশন ফ্রুট। বাংলার সাধারণ মানুষের মধ্যে এই ফলের পরিচিতি হলে এখানেও ব্যাপক বিক্রি হবে আশাবাদী রাজ্যের প্রথম প্যাশন ফ্রুট চাষী কার্তিক রাম।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Passion Fruit: ফল খাবেন, বীজও খেতে পারবেন! উপকারিতা ব্যাপক, নতুন ধরনের ফল আসছে বাজারে, এখনই চিনুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement