Beard: দাড়ি রাখেন? মাঝেমধ্যেই চুলকোয়? এটি গুরুতর চর্মরোগের লক্ষণ নয় তো!
- Published by:Suman Biswas
Last Updated:
Beard: সমস্যা হল, দাড়ি রাখার কয়েকদিন পর থেকেই গাল ভীষণ চুলকোতে শুরু করে। যাকে বলে ত্রাহি ত্রাহি অবস্থা।
#নয়াদিল্লি: আজকাল দাড়ি রাখা ফ্যাশন স্টেটমেন্ট। সে বিরাট কোহলির (Virat Kohli) মতো ছুঁচলো দাড়ি হোক কিংবা ফ্রেঞ্চ কাট। এটাই এখন ইন। কিন্তু সমস্যা হল, দাড়ি রাখার কয়েকদিন পর থেকেই গাল ভীষণ চুলকোতে শুরু করে। যাকে বলে ত্রাহি ত্রাহি অবস্থা। এখন প্রশ্ন হল, কেন এমন হয়?
বিশেশজ্ঞরা বলছেন, দাড়ি চুলকানির পিছনে একাধিক কারণ থাকতে পারে। যার মধ্যে শুষ্ক ত্বক, ইনগ্রাউন চুল, ব্রণ ভেঙে যাওয়া, সাবান বা অন্যান্য পণ্য ব্যবহার করে দাড়ির অত্যধিক সাজসজ্জা এর অন্যতম কারণ। কখনও কখনও ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেও অত্যধিক দাড়ি চুলকোয়। এখানে একনজরে দেখে নেওয়া যাক কারণগুলো।
শেভ করার পর: শেভ করার পর দাড়ি যখন বাড়ে তখন ফলিকলের সঙ্গে ঘষা খায়। এর ফলে চুলকানি হতে পারে। অনেক সময় দাড়ির কাটা অংশগুলি ফলিকলের ভিতরেই বৃদ্ধি পেতে থাকে। ফলে দাড়িতে চুলকানি হয়।
advertisement
advertisement
শুষ্ক ত্বক: মুখের ত্বক যখন শুকিয়ে যায় তখন দাড়ি চুলকোয়। এটাকে ‘জেরোসিস’ বলে। শুষ্ক আবহাওয়া, জিনগত কারণ বা নির্দিষ্ট ওষুধ খাওয়ার ফলে এমনটা হতে পারে। অনেক সময় বিভিন্ন প্রসাধনী অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক পুরু হয়ে যায়। আবার কখনও কখনও মুখের তৈলগ্রন্থি গুলি নষ্ট হয়ে যায়। ফলে গাল চুলকোয়।
advertisement
ফলিকিউলাইটিস: অনেক সময় দাড়ির টুকরো ও ত্বকে আবর্জনা জমে ফলিকলের মুখ বন্ধ হয়ে যায়। সেই সময় গালে অস্বস্তিকর জ্বালা হয়। এটাকেই ফলিকিউলাইটিস বলে। এই জ্বালা থেকে মুক্তি পেতে অনেকেই দাড়ি চুলকোয়। তবে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের কারণেও ফলিকিউলাইটিস হতে পারে। এই ধরনের চুলকানি থেকে মুখে অনেক সময় বিশ্রি দাগ দেখা দেয়।
advertisement
ইনগ্রোন হেয়ার: অনেক সময় শেভ করার পর কাটা চুল ফলিকলে আটকে থাকে। এর ফলে দাড়ির গোড়া ফুলে যায় এবং ব্যাথা হয়। সাধারণত ঘন এবং কোঁকড়ানো চুল থাকলে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।
সিউডো ফলিকিউলাইটিস: দাড়ি কাটার সময়ে ফলিকল ছড়ে গেলে এই সমস্যা দেখা দেয়। আসলে দাড়ির অসমান বৃদ্ধির কারণে এমনটা হয়। এতে দাড়ি কাটার পর গাল লাল হয়ে যায়। তবে এটা কোনও সংক্রমণ নয়। দাড়ির গোড়া ফুলে ওঠার কারণেই মূলত এমনটা ঘটে থাকে।
advertisement
তৈলাক্ত ত্বক: চুলের মতো দাড়িতেও খুশকি হয়। তখন অত্যধিক চুলকোয়। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাঁদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়।
ছত্রাক সংক্রমণ: এটা অনেকটা দাদের মতো। যা টিনিয়া ক্যাপিটিস নামে পরিচিত। ডার্মাটোফাইট নামে এক ধরনের ছত্রাকের ফলে মুখ, গাল এবং চিবুকের নিচের ত্বক খসখসে হয়ে যায়। যার ফলে ওই জায়গাগুলো লাল হয়ে যায় এবং জ্বালা করে। ফলে দেখা দেয় চুলকানি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 8:49 AM IST