West Bengal Weather: গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি? বাংলার জন্য জরুরি পূর্বাভাস! কতটা বদলাবে পরিস্থিতি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার তাপমাত্রা উল্টে বাড়বে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এপ্রিলও আসেনি। এরই মধ্যে হাঁসফাঁস গরম বাংলায় (West Bengal Weather)। কিন্তু তার থেকে কি রেহাই দেবে বৃষ্টি? কলকাতায় কিন্তু তেমন কোনও আশা নেই। এমনই মত আবহাওয়া দফতরের। সকাল থেকে মেঘলা হলেও এখনও নেই বৃষ্টির কোন সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার তাপমাত্রা উল্টে বাড়বে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কলকাতা শহরের তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ।
advertisement
advertisement