হোম /খবর /লাইফস্টাইল /
কিস ইমোজি পাচ্ছেন? কিছু ভেবে বসার আগে জানুন চুমু পাঠানোর আর কী কী অর্থ হতে পারে

Kiss Day 2023: কিস ইমোজি পাচ্ছেন? কিছু ভেবে বসার আগে জানুন চুমু পাঠানোর আর কী কী অর্থ হতে পারে

কিস ডে

কিস ডে

Kiss Day 2023: কখন একজন পুরুষ কোনও মেয়েকে ‘কিস ইমোজি’ পাঠান? এর উত্তর খুঁজে বের করতে মগজাস্ত্রের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও লাগবে। কিস ইমোজি বলে কথা!

  • Share this:

ইমোজি ডিকোড করা যেন গোয়েন্দাগিরি। শার্লক হোমসের বিশ্লেষণ ক্ষমতা আর ফেলুদার ‘মগজাস্ত্র’, দুই চাই। আর সেটা যদি ‘কিস ইমোজি’ হয় তাহলে তো কথাই নেই। কখন একজন পুরুষ কোনও মেয়েকে ‘কিস ইমোজি’ পাঠান? এর উত্তর খুঁজে বের করতে মগজাস্ত্রের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও লাগবে। কিস ইমোজি বলে কথা! তার ওপর আবার ভ্যালেন্টাইন উইক। এ কী সোজা ব্যাপার না কি! জেনে নিন কিস ডে-তে।

কোনও পুরুষ কখন কোনও মেয়েকে ‘কিস ইমোজি’ পাঠান, এককথায় এর কোনও উত্তর হয় না। হতে পারে তিনি মেয়েটাকে ভালোবাসেন কিংবা নেহাতই ফ্লার্ট করছেন। অথবা কোনও কারণে উৎসাহ দেওয়ার জন্যই এমন ‘কিস ইমোজি’ পাঠানোর ধুম। সোজা কথায় প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। তাহলেই পৌঁছনো যাবে শিকড়ে। তবে এটা স্পষ্ট, যৌনতার চেয়ে রোম্যান্টিকতাতেই তাঁর মন বেশি।

আরও পড়ুন: ১ মিনিটের চুমুতে কত ক্যালোরি কমে জানেন? ২ ধরনের কিস-এ ভিন্ন ফলাফল! রইল উপকারিতা

হতে পারে পছন্দ করেন: কিস ইমোজি পাঠানোর সম্ভাব্য প্রথম কারণ। মেয়েটাকে তাঁর ভাল লাগে। সে কথাই জানান দিচ্ছেন তিনি। হয়তো ঘন ঘন টেক্সট করছেন। মেয়েটার কাছ থেকে রিপ্লাই পেলে উত্তর দিতে দেরি করেন না। নিজের সম্পর্কে কথা বলেন। দেখা করার বায়না ধরেন। এগুলো মনে ধরারই লক্ষণ।

আরও পড়ুন: আজ কিস ডে, মনের মানুষকে প্রকাশ্যে চুমু খেলে জেল হতে পারে? ভারতীয় আইন কী বলছে!

ঘনিষ্ঠ বন্ধু হওয়ার চেষ্টা: হতে পারে তিনি নিজেকে মেয়েটির ঘনিষ্ঠ বন্ধু মনে করেন। তাই কিস ইমোজি পাঠান। তিনি অধিকার প্রতিষ্ঠা করতে চান। মনে করেন, এমনটা করার অধিকার তাঁর আছে। আর ঘনিষ্ঠতাকে প্রেমে পরিণতি দেওয়ার চেষ্টাও হতে পারে। মুখে না বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন। কিস ইমোজি তার লক্ষণ হতে পারে।

প্রেমে পড়েছেন: এটা সম্ভাব্য প্রধান কারণ। নির্ঘাত প্রেমে পড়েছেন। তাই কথায় কথায় এমন কিস ইমোজি। উপচে পড়ছে চ্যাট বক্স। ভরে যাচ্ছে মেসেজ, হোয়াটসঅ্যাপ। মনের গহিন গোপন কথা সহজে বলে দেওয়ার মোক্ষম অস্ত্র কিস ইমোজি। প্রেম নিবেদনের হাতিয়ারও বটে।

অতএব, ঘনিষ্ঠ কারও কাছ থেকে কিস ইমোজি পেলে সেটাকে প্রেমে পড়ার বহিঃপ্রকাশ হিসাবে ধরাই যায়। আবার এও হতে পারে, মেয়েটার প্রতিক্রিয়া কী সেটা জানতে চাইছেন। মানে আমি এক পা এগোলাম, এবার তুমি এক পা এগোলে হাত ধরাধরি করে হাঁটব আর কী! সোজা কথায়, হ্যাঁ, তিনি প্রেমে পড়েছেন।

আর যদি হাত লেগে ভুল করে চলে যায়? মাত্র একবার কিস ইমোজি পেলে এই সম্ভাবনাও বাদ দেওয়া উচিত হবে না!

Published by:Teesta Barman
First published:

Tags: Kiss Day, Kiss Day 2023