বাড়িতেই চুল স্ট্রেইট করেন এমন মানুষের সংখ্যা কম নেই। কিন্তু চুল স্ট্রেইট করতে গিয়ে আমরা নিজেদের চুলের মারাত্মক ক্ষতি করে ফেলি। চুল স্ট্রেইট করার সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। না হলে আমরা অজান্তেই নিজেদের চুলের মারাত্মক ক্ষতি করতে পারি। আসুন জেনে নেওয়া যাক চুল স্ট্রেইট করার সময় কী কী বিষয়গুলি মাথায় রাখতে হবে-
তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা- অনেকেই চুল স্ট্রেইট করার সময় তাপমাত্রার পরিমাপ রাখেন না। সেক্ষেত্রে চুল স্ট্রেইট করার আগে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নইলে চুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আরও পড়ুন: কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল
ভিজে চুল স্ট্রেট করা - চুল ভিজে অবস্থায় থাকলে চুলের গোড়া নরম থাকে তখন চুল স্ট্রেইট করলে চুল পড়ার সম্ভাবনা বাড়ে। তাই ভিজে চুল কখনই স্ট্রেইট করা উচিৎ নয়।
আরও পড়ুন: ঘরোয়া হেয়ার মাস্কেই ম্যাজিক! চুল ঝরে পড়া বন্ধ হবে নিমেষেই, জানুন
সঠিক ভাবে ব্যবহার না করা- চুলে হেয়ার স্ট্রেইটনার সঠিক ভাবে ব্যবহার করতে হবে। ভুল ভাবে স্ট্রেইট করলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে পশিক্ষণ প্রাপ্ত কারও সাহায্য নেওয়া যেতে পারে।
স্ট্রেট চুল পুনরায় স্ট্রেট করা- এক্ষেত্রে স্ট্রেইট চুল বারবার স্ট্রেট না করাই ভাল তাতে চুল অত্যন্ত ড্যামেজ হয়ে যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care, Straight Hair