Kalimpong Offbeat Destination: এখানে মেঘ গাভির মতো চড়ে! বড়দিনে ঘুরে আসুন একেবারে নিরিবিলি লুংচু, রইল বেড়ানোর খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kalimpong Offbeat Destination: লুংচু দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এই লুংচু থেকে রিশপ, সিকিমের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তারসঙ্গে কাঞ্চজঙ্ঘা তো রয়েইছে। এখান থেকে ছাঙ্গে ওয়াটার ফল দেখা যায়।
কালিম্পং: বড়দিনের ছুটিতে কোথায় যাবেন বুঝে পাচ্ছেন না। ভাবছেন দার্জিলিং- কালিম্পংই একমাত্র পাহাড়ে বেড়ানোর জায়গা। তবে তা কিন্তু নয় দার্জিলিংয়ে এখন ভিড়ে ঠাসা। রয়েছে এমন একটি অফবিট লোকেশনের খোজ যেখানে এলে পাবেন এক সুন্দর অভিজ্ঞতা। এই জায়গাটি ছোট্ট কিন্তু সুন্দর, নাম লুংচু। এখন পর্যন্ত খুব বেশি পর্যটক লুংচুর কথা জানেন না। ফলে এখানে হইচই, ভিড়, কোলাহল কিছুই নেই বললেই চলে। চলে যান এই পাহাড়ি গ্রামে। মন ভাল হয়ে যাবে।
একেবারে অফবিট এই পর্যটন কেন্দ্র। লাভা পেরিয়ে যেতে হয়। সেই কারণে বলতে গেলে একটু উঁচুতেই এই গ্রামের অবস্থান। এনজেপি স্টেশন থেকে লাভা যাওয়ার অনেক গাড়িই এখান থেকে পাওয়া যায়। গাড়ি রিজার্ভ করে নিতে পারেন আবার শেয়ার গাড়িতেও যাওয়া যায় লাভা পর্যন্ত পৌঁছে সেখান থেকে আবার গাড়ি করে পৌঁছতে হবে লুংচু।
advertisement
আরও পড়ুনঃ অ্যাডভেঞ্চারে ঠাসা শিলিগুড়ির কাছেই এই জায়গা, ভালবাসার মানুষকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা
লুংচুর সৌন্দর্য দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এই লুংচু থেকে রিশপ, সিকিমের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তারসঙ্গে কাঞ্চজঙ্ঘা তো রয়েইছে। এখান থেকে ছাঙ্গে ওয়াটার ফল দেখা যায়। অসাধারণ সেই জায়গাটি। এখানে এলে মনটা শান্ত হয়ে যাবে। প্রবল বেগে জলধারা পড়ছে পাথরের উপর। ঝরনার জলে নিচে একটি ছোট্ট হ্রদ তৈরি হয়েছে। সেখানকার জল অত্যন্ত স্বচ্ছ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দু-চারটে পাতার সঙ্গে গোলমরিচ, মোমের মতো গলে কিডনি-গলব্লাডারের পাথর, এই গাছ সাক্ষাৎ ঈশ্বর, শুধু জানুন ব্যবহার
লাভা নেওড়াভ্যালি ফরেস্ট এলাকার মধ্যে পড়ে। সেকারণে এই লুংচুং থেকেও ন্যাওড়াভ্যালি ফরেস্ট দেখতে পারেন। তার জন্য আবার লাভার ট্যাক্সিস্ট্যান্ড থেকে সাফারির গাড়ি ভাড়া করতে হবে এবং বন দফতরের পারমিট করাতে হবে। সেসব অবশ্য গাড়ির চালকরাই করিয়ে দেন। অসম্ভব সুন্দর সেই জায়গাটি। নেওড়াভ্যালি ফরেস্টের বেশ সুখ্যাতি রয়েছে। এই জঙ্গলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়।
advertisement
যাঁরা একটু নিরিবিলিতে থাকতে চান তাঁদের জন্য এই জায়গাটি সেরা। সেকারণে আর চিন্তাভাবনা না করে বেরিয়ে পড়ুন। ঘুরে আসুন এই অচেনা লোকেশনে। একেবারে নিরিবিলিতে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করতে পারবেন তার সঙ্গে যেতে পারবেন অনেক জায়গায়। ভিড় ঠেলে দার্জিলিংয়ের ম্যালে ঘুরতে হবে না আপনাকে।
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 3:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalimpong Offbeat Destination: এখানে মেঘ গাভির মতো চড়ে! বড়দিনে ঘুরে আসুন একেবারে নিরিবিলি লুংচু, রইল বেড়ানোর খুঁটিনাটি