December Trip: অ্যাডভেঞ্চারে ঠাসা শিলিগুড়ির কাছেই এই জায়গা, ভালবাসার মানুষকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা

Last Updated:

December Trip: পাহাড়ি এলাকায় নিস্তব্ধ পরিবেশে এখানের প্যানারমিক ভিউ পয়েন্ট সবার ভীষণ পছন্দ হচ্ছে। তাই ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে সকলেই ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গায়।

+
অ্যাডভেঞ্চার

অ্যাডভেঞ্চার ক্যাম্প

দুধিয়া: অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুন খবর। শিলিগুড়ির কাছেই ঘুরতে যাওয়ার এবং ক্যাম্পিং করার নতুন ঠিকানা যা এখনও লোকের নজরে আসেনি। দুধিয়া থেকে একদম কাছেই মুক্তিখোলায় সালাভ্যাশন অ্যাডভেঞ্চার ক্যাম্প এখন প্রিয় জায়গা হয়ে উঠছে সবার। সেখানেই রয়েছে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা। পাহাড়ের চূড়ায় এমন একটা জায়গায় থাকতে চায় সবাই। এখানের ভিউ পয়েন্টে দাড়িয়ে দেখবেন সবুজ পাহাড় এবং নীল আকাশের মিলন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই জায়গায় এখন সকলেই ছুটে আসছেন।
পাহাড়ি এলাকায় নিস্তব্ধ পরিবেশে এখানের প্যানারমিক ভিউ পয়েন্ট সবার ভীষণ পছন্দ হচ্ছে। তাই ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে সকলেই ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গায়। এখানে তিনটি ট্রি হাউজ একটি ডোম টেন্ট করা রয়েছে। যেখানে বসে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন নিশ্চিন্তে, সঙ্গে পাহাড়ি খাবার তো রয়েছেই।
আরও পড়ুনঃ দাম বেশি বলে কেনার আগে ভাবেন? নিংড়ায় কোলেস্টেরল, কমায় ওজন! শীতের সবজি ব্রকলি ডায়াবেটিস রোগীরা খাবেন?
এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের সদস্য সন্দীপ রায় বলেন, “এই জায়গাটি লোকে এখন ভীষণ পছন্দ করছেন এখানে সমস্ত রকম খাবার-দাবার এবং থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা থাকার জন্য প্রতিজন হিসেবে ১৬০০ টাকা করে নিয়ে থাকি। অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঘুরতে এসেছিলেন আব্দুল কাদের। তিনি বলেন, “পাহাড়ের কোলে অসাধারণ এই জায়গাটি। আমি ফেসবুকে দেখেছিলাম তারপর এই পরিবারকে সঙ্গে নিয়ে প্রায় তিন ঘন্টা সময় এখানে কাটালাম। সত্যিই দারুণ জায়গা।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ দু-চারটে পাতার সঙ্গে গোলমরিচ, মোমের মতো গলে কিডনি-গলব্লাডারের পাথর, এই গাছ সাক্ষাৎ ঈশ্বর, শুধু জানুন ব্যবহার
শিলিগুড়ি থেকে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঘুরতে এসেছিলেন গণেশ মণ্ডল, তিনি বলেন, ” ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা এই স্থান। শিলিগুড়ি থেকে একেবারেই কাছেই তাই যখন তখন আমরা চলে আসতে পারি। আমি আজ প্রথম এলাম। দারুন উপভোগ করলাম। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মজাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল।” তাই ছুটির দিনে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সময় কাটাতে চলে আসুন এই স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্পে। তবে এখানে থাকতে গেলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
December Trip: অ্যাডভেঞ্চারে ঠাসা শিলিগুড়ির কাছেই এই জায়গা, ভালবাসার মানুষকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement