JNU Guard viral dance video: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেচে মাত করলেন সিকিউরিটি গার্ড ! প্রশংসায় নেটিজেনরা! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
JNU Guard viral dance video: আপাতত ট্যুইটারের হট ভাইরাল(JNU Guard viral dance video) এই নাচ। অনেকেই বলেছেন এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক।
#নয়া দিল্লি: কোথায় যে কোন প্রতিভা লুকিয়ে থাকে কে বলতে পারে! তবে আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক প্রতিভাকেই সামনে আসতে দেখছি (JNU Guard viral dance video)। নানা ভাইরাল ভিডিওতে উঠে আসছেন তাঁরা। কখনও তানজানিয়ার হিন্দি না জানা ছেলে মেয়ে দারুণ লিপ দিয়ে হচ্ছেন ভাইরাল। আবার কখনও রানু মণ্ডল কিংবা বাদাম কাকুরা ভাইরাল হচ্ছেন। তাঁদের গান বা প্রতিভা হয়ত লুকিয়েই থেকে যেত। এভাবেই মরে যেতে হত। কিন্তু যুগ বদলেছে।
আর নিজের প্রতিভাকে চেপে রেখে মরে যেতে হবে না আপনাকে(JNU Guard viral dance video)। ভাল নাচ বা গান জানলে, কারও জন্য অপেক্ষা করার দরকার নেই। পোস্ট করে দিন সোশ্যাল মিডিয়ায়। তারপর আপনার প্রতিভা যদি খাঁটি হয়, মানুষ আপনাকে চিনে নেবেই। ঠিক যেভাবে এবার ভাইরাল হয়েছেন জে এন ইউ অর্থাৎ জহরলাল নেহরু ইউনিভার্সিটির এক সিকিউরিটি গার্ড।
advertisement
The Art of an artist never dies!!!!.... Dance of JNU security guard ji.... #artist #JNU @JNU_Photos @ndtv @ScoopWhoop @TheLallantop pic.twitter.com/fUrrzYMCZl
— JNU ROUND TABLE (@Jnuroundtable) December 7, 2021
advertisement
সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট হয়েছে(JNU Guard viral dance video)। সেখানে জহরলাল নেহরু ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড 'জুলি' গানে নাচছেন। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। JNU Round Table নামের পেজ থেকে প্রথমে ভিডিওটি শেয়ার করা হয়। তারপর এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন তিনি।
advertisement
काबिलियत किसी पद या पैसे की मोहताज नही होती। गुड.....मज़ा आ गया। https://t.co/0tVQCRxojW
— Mohammad Abid (@mohdabidallana) December 9, 2021
দেড় মিনিটের এই নাচের ভিডিও মাথা খারাপ করে দিয়েছে নেটিজেনদের। 'জুলি জুলি' গানে দারুণ নেচেছেন ওই গার্ড। ট্যুইটারেতিরা লিখেছেন, "কোনও মানুষ কোন পজিশনে কাজ করে সেটা বড় নয়, তা প্রমাণ করেছেন এই ব্যক্তি।" কেউ লিখেছেন, " এই ব্যক্তি বড় পুরস্কার দাবি করেন।" আবার কেউ লিখেছেন, " বয়স একটা সংখ্যা মাত্র। তা প্রমাণ করেছেন এই গার্ড।"
advertisement
আপাতত ট্যুইটারের হট ভাইরাল(JNU Guard viral dance video) এই নাচ। অনেকেই বলেছেন এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ভিডিও চলাকালীন দারুণ উৎসাহ দিয়েছেন তাঁদের প্রিয় গার্ডকে। সকলে সমানে হাতে তালি দিয়ে গিয়েছেন। এই ছাত্ররাই প্রকাশ করেছেন ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের ঘরেই এই নাচের পর্ব চলছিল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 7:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
JNU Guard viral dance video: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেচে মাত করলেন সিকিউরিটি গার্ড ! প্রশংসায় নেটিজেনরা! ভাইরাল ভিডিও