হোম /খবর /লাইফস্টাইল /
জন্মাষ্টমীর প্রসাদে সাজান গোপালকলা এবং মাখন মিছরি ভোগ, জেনে নিন কী করে বানাবেন

জন্মাষ্টমীর প্রসাদে সাজিয়ে দিন গোপালকলা এবং মাখন মিছরি ভোগ, জেনে নিন কী করে তৈরি করবেন

জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে

জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে

Janmashtami : জন্মাষ্টমী বা গোকুল অষ্টমীতে আরও দুই চিরাচরিত প্রসাদ হল গোপালকলা ও মিছরি মাখন ভোগ৷ কীভাবে এই দুই প্রসাদ তৈরি করবেন, শিখে নিন

  • Last Updated :
  • Share this:

জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে ৷ মূলত দুধ, ঘি, মাখন, মিছরি, ননী, নানা রকমের ফল থাকে জন্মাষ্টমীর প্রসাদে ৷ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে তালের বড়ার সুবাস বড়ই পরিচিত ৷ পাশাপাশি জন্মাষ্টমী বা গোকুল অষ্টমীতে আরও দুই চিরাচরিত প্রসাদ হল গোপালকলা ও মিছরি মাখন ভোগ৷ কীভাবে এই দুই প্রসাদ তৈরি করবেন, শিখে নিন৷

গোপালকলা ভোগ

কয়েক মুঠো চিঁড়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ ৷ এ বার জল ছেঁকে নিয়ে চিঁড়েকে ঝরঝরে করে নিন৷ মাঝারি আঁচে কড়াই চাপিয়ে ঘি দিন৷ ঘি কিছুটা গরম হলে দিন গোটা সাদা জিরে ৷ কাঁচালঙ্কার কুচি যোগ করে কিছু ক্ষণ ভাজুন ৷ ইচ্ছে হলে যোগ করতে পারেন গোটা সর্ষেও৷ কিছুটা ভাজা হয়ে এলে দিন টক দই৷ সঙ্গে দিন শশা কুচি ৷ চাইলে দিতে পারেন মনের মতো ফ্লেভার৷ স্বাদ অনুযায়ী নুন মেশান৷ নামানোর আগে উপরে ছড়িয়ে দিন সিজনিং ৷ ফিনিশিং টাচ হিসেবে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি ৷

আরও পড়ুন :  আগামিকাল জন্মাষ্টমী, উপবাস করলে কী কী খাবেন ও কোন কোন খাবার খাবেন না, জানুন

আরও পড়ুন :  আপনার রাশি অনুযায়ী কোন প্রসাদ দেবেন জন্মাষ্টমীর পুজোয়? ভাগ্য সুপ্রসন্ন করতে জানুন এখনই

মাখন মিছরি ভোগ

সাদা মাখনের সঙ্গে মিছরির মিহি গুঁড়ো খুব ভাল করে মিশিয়ে নিন৷ মিশ্রণ যেন মসৃণ হয় ৷ কোনও ডেলা বেঁধে থআকলে হবে না৷ তার পর তাতে মিশিয়ে নিন শুকনো ফলের টুকরো বা ড্রাই ফ্রুটস ৷ আপনার জন্মাষ্টমী উৎসবের জন্য মাখনভোগ তৈরি৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Janmashtami, Krishna Janmashtami 2022