আগামিকাল জন্মাষ্টমী, উপবাস করলে কী কী খাবেন ও কোন কোন খাবার খাবেন না, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Janmashtami 2022: উপবাসের সঙ্গে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতার বিষয়গুলিও ৷ তাই জেনে নিন উপবাসের সময় কোন কোন খাবার খেতে পারবেন৷ আর কী কী খাবার থেকে দূরে থাকবেন৷
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে ৷ কয়েক যুগ ধরে এই পার্বণ প্রচলিত জন্মাষ্টমী নামে ৷ এ বছর জন্মাষ্টমী পড়েছে শুক্রবার ৷ ভক্তরা এই তিথিতে উপবাস করেন ৷ তার পর রাতে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করেন ৷ উপবাসের সঙ্গে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতার বিষয়গুলিও ৷ তাই জেনে নিন উপবাসের সময় কোন কোন খাবার খেতে পারবেন৷ আর কী কী খাবার থেকে দূরে থাকবেন৷
advertisement
উপবাসকালে তাজা অথবা শুকনো ফল খেতে পারবেন ৷ এতে শরীর তরতাজা থাকে ৷ জন্মাষ্টমী তিথি তো দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ৷ তাই খেতেই পারেন টকদই৷ দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নিন ফ্রুট শেক ৷ আপেল, কলা, কালোজাম, আঙুর, আমন্ড, আখরোট, নানা রকমের বাদাম-খেতে পারেন এই ফলগুলি ৷ এতে শরীরে এনার্জি বজায় থাকবে ৷ রোগ প্রতিরোধ শক্তিও মজবুত হবে ৷ যদি খালি পেটে দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যা হওয়ার প্রবণতা থাকে, তাহলে দুধ এড়িয়ে চলুন৷
advertisement
advertisement
advertisement
advertisement