Saree made out of potato chips wrapper : ফেলে দেওয়া পোট্যাটো চিপসের বাতিল প্যাকেট দিয়ে তৈরি আস্ত শাড়ি! হতভম্ব নেটদুনিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
এ বার একটি ভিডিও দেখা গেল যেখানে একজন কিশোরী পোট্যাটো চিপসের প্যাকেট দিয়ে শাড়ি বানিয়েছেন৷(Saree made out of potato chips wrapper)
যত আজগুবি হবে, ততই যেন কদর বাড়ে ফ্যাশনে৷ কাগজে পোশাক থেকে শুরু করে স্ট্রয়ের তৈরি স্কার্ট৷ ইন্টানেটে আজগুবি ফ্যাশনের ছড়াছড়ি৷ এ বার একটি ভিডিও দেখা গেল যেখানে একজন কিশোরী পোট্যাটো চিপসের প্যাকেট দিয়ে শাড়ি বানিয়েছেন৷(Saree made out of potato chips wrapper)
চিপস খেয়ে যে প্যাকেট আমরা ফেলে দিই, তা দিয়ে শাড়িও তৈরি করা যায়! এর আগে হয়তো ভাবাও হয়নি৷ একটি ইনস্টাগ্রাম পেজে দেখা গেল সেই চিপস প্যাকেটের শাড়ি৷ চিপসের প্যাকেটের দু’টি দিক ব্যবহার করেই শাড়ি তৈরি করেছেন ওই কিশোরী৷ একদিকে নীল, অন্যদিকে রুপোলি রং৷
সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে মতামত জানতে চাওয়া এই প্যাকেট-শাড়ি নিয়ে৷ সেখানে কেউ বলেছেন শাড়ি হলে এরকমই হওয়া উচিত৷ আবার কেউ কেউ এর তীব্র নিন্দা করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঢিলেঢালা বা চাপা, ডেনিমের যে কোনও লুকেই দীপিকার শরীরী বিভঙ্গ বিপজ্জনক, দেখুন ছবি
তবে সমালোচনার বাইরে অনেকেই জানতে চেয়েছেন কীভাবে এই অভিনব আইডিয়া পেলেন তিনি? একজন তো জিজ্ঞাসা করেছেন এক আজব প্রশ্ন৷ তিনি জানতে চান, প্যাকেটের যে তৈলাক্ত অংশ সেটি কী রে পরিষ্কার করেন ওই কিশোরী? তিনি জনিয়েছেন, স্রেফ চেটেই খেয়ে নেন!
advertisement
advertisement
আরও পড়ুন : পেলব অঙ্গের সঙ্গে লুকোচুরি হ্রস্ব পোশাকের, দেখুন কিয়ারার আগুনে ছবি
এই প্রথম ইন্টারনেট ক্রেজি ফ্যাশন বাজিমাত করল না৷ এর আগে এক ফ্যাশন ব্লগার নিজের একটি ছবি শেয়ার করেছিলেন ট্যুইটারে৷ সেখানে দেখা গিয়েছিল তিনি কেএফসি-র পেপার বাকেট দিয়ে পোশাক তৈরি করেছেন৷
আরও পড়ুন : স্পার্ম কাউন্ট, যৌনক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে লবঙ্গের তেলে
এর পর আবার অভিনব কোন উপাদানের পোশাক আসবে? অপেক্ষায় নেটিজেনরা৷
Location :
First Published :
February 09, 2022 12:04 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saree made out of potato chips wrapper : ফেলে দেওয়া পোট্যাটো চিপসের বাতিল প্যাকেট দিয়ে তৈরি আস্ত শাড়ি! হতভম্ব নেটদুনিয়া