Bacteria in car: টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া রয়েছে গাড়ির ভেতরে! থাকতে পারে ই কোলাইও

Last Updated:

E-Coli in Car: একটি গাড়ির ভিতরে টয়লেট সিটের চেয়েও প্রচুর বেশি জীবাণু থাকে

#নয়াদিল্লি: গাড়ির ধোঁয়া বাতাসে CO2 এর পরিমাণ বাড়িয়ে দেয়, বায়ু দূষণ করে ঠিকই। কিন্তু আপনি কি জানেন, গাড়ির ভেতরটি আসলে কল্পনাতীতভাবে নোংরা (Bacteria in car)৷ ব্রিটিশ যুক্তরাজ্যের বার্মিংহামের অ্যাস্টন ইউনিভার্সিটির গবেষকদের একটি সমীক্ষা অনুসারে একটি গাড়ির ভিতরে টয়লেট সিটের চেয়েও প্রচুর বেশি জীবাণু থাকে। গবেষকরা পাঁচটি ব্যবহৃত গাড়ির ভিতর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করেছেন এবং দু’টি টয়লেটের সোয়াবের সঙ্গে তুলনা করেছেন। তারা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই গাড়িতে যে উচ্চ মাত্রার ব্যাকটেরিয়া মিলেছে, টয়লেটে পাওয়া ব্যাকটেরিয়া তার সমান বা তার চেয়েও বেশি। গাড়ির ট্রাঙ্কে ব্যাকটেরিয়ার (Bacteria in car) ঘনত্ব সর্বোচ্চ। তারপরেই গাড়ি চালকের আসন, তারপরে গিয়ারস্টিক, পিছনের আসন এবং ড্যাশবোর্ড।
গবেষকরা জানিয়েছেন স্টিয়ারিং হুইলে ব্যাকটেরিয়ার পরিমাণ সর্বনিম্ন। সম্ভবত COVID-19 মহামারীর কারণে আগের তুলনায় বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ফলেই এটি হয়েছে।
advertisement
মাইক্রোবায়োলজিস্ট এবং গবেষক জনাথন কক্স জানান, মানুষ প্রায়ই পোষ্যকে বা কাদামাখা জুতো ট্রাঙ্কে (Bacteria in car) নিয়ে যায়। এতে ভয়ঙ্কর পরিমাণে ই. কোলাই থাকতে পারে। E. coli ব্যাকটেরিয়া খাদ্যে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
advertisement
আমাদের ফোনগুলিও ব্যাকটেরিয়ার ভাণ্ডার। ফোন টয়লেটের চেয়েও নোংরা বলে প্রমাণিত হয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ফোন টয়লেট সিটের চেয়ে দশগুণ বেশি নোংরা। টাকাতে প্রায় ৩,০০০ ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে।
কিন্তু কেন বারেবারে টয়লেট সিট এই ধরনের গবেষণায় ব্যবহৃত হয়? গবেষকরা জানাচ্ছেন, এতে মানুষজন সহজেই তুলনাটা বুঝতে পারেন। টয়লেট আসন নিয়মিত পরিষ্কার করা হলেও গাড়ি নিয়মিত এতখানি পরিষ্কার (Bacteria in car) করা হয় না।
advertisement
গাড়ির বহিরাঙ্গে কোনও সমস্যা হলে গাড়ির মালিক সেটি নিয়ে চিন্তিত হন বেশি। মনে রাখা দরকার বাইরের দিকটি নিয়ম করে সাফ করার পাশাপাশি গাড়ির ভিতরটিও পরিষ্কার করতে ভুলে গেলে চলবে না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bacteria in car: টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া রয়েছে গাড়ির ভেতরে! থাকতে পারে ই কোলাইও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement