শুধু গাছপালা লাগিয়ে নয়, এই প্রাকৃতিক পদ্ধতিতে বাড়ির বাতাসের মান বাড়ান, তবেই সুস্থ ও নীরোগ থাকবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
সারাদিন অনেকটা সময় বাড়িতে কাটে, বাচ্চারা থাকে, তাই বাড়ির বাতাসের গুণমান উন্নতির দিকে নজর দিতে হবে।
#কলকাতা : একবিংশ শতাব্দীতে দূষণ অন্যতম বড় সমস্যা। বিশেষ করে বায়ুদূষণ। পরিষ্কার বাতাসে শ্বাস নিতে না পারলে শরীর সুস্থ থাকবে কী করে? কিন্তু অনেকেই জানেন না, শুধু বাইরের নয়, বাড়ির ভিতরের বাতাসও দূষিত হয়। সারাদিন অনেকটা সময় বাড়িতে কাটে, বাচ্চারা থাকে, তাই বাড়ির বাতাসের গুণমান উন্নতির দিকে নজর দিতে হবে।
বাড়ির বাতাসের গুণমান উন্নতির কথা বললে প্রথমেই যেটা মনে আসে সেটা হল গাছপালা লাগানো। এটা ঠিক যে অনেক ইন্ডোর প্ল্যান্ট বায়ু পরিশোধক হিসেবে কাজ করে এবং বাড়ির বাতাসকে বিশুদ্ধ করে তোলে। তবে গাছ লাগানো ছাড়াও কিছু পদ্ধতি আছে যার সাহায্যে বাড়ির বাতাসকে স্বাস্থ্যকর করে তোলা যায়। এখানে তেমনই কয়েকটি প্রাকৃতিক পদ্ধতির কথা আলোচনা করা হল।
advertisement
advertisement
হাওয়া-বাতাস খেলুক: হ্যাঁ, দরজা, জানলা খোলা থাক। হাওয়াবাতাস খেলুক। বাইরের বাতাস যাতে ঘরে ঢুকতে পারে এবং ঘরের বাতাস যাতে বাইরে বেরতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বদ্ধ হাওয়ায় ড্যাম্প হতে পারে। শরীরের জন্যও মোটেই ভাল নয়।
advertisement
জুতো বাইরে: অনেকেই জুতো পরে গটমট করে ঘরে ঢুকে পড়েন। এটা মোটেই উচিত নয়। এমনকী ঘরের ভিতর জুতো রাখাও ঠিক নয়। জুতো রাখার তাক থাকুক বাইরে, দালানে কিংবা বারান্দায়। এতে অন্তত ৫০ শতাংশ সংক্রমণ কমবে।
advertisement
ধুলো যেন কম থাকে: ঘরের ধুলোবালি নিয়মিত পরিষ্কার করতে হবে। এভাবে ঘরের বাতাসের মান উন্নত করা যায়। আসলে ধুলোর মাধ্যমে টক্সিন শরীরে প্রবেশ করে। তাই ভ্যাকুয়াম ক্লিনার কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ঘরের ধুলোবালি প্রতিদিন পরিষ্কার করা উচিত। এয়ার পিউরিফায়ারও কেনা যেতে পারে।
সুগন্ধী নয়, প্রাকৃতিক সুগন্ধী: সুগন্ধী মোমবাতি নিরীহ মনে হলেও এতে থাকা প্যারাফিন এবং পেট্রোলিয়াম উপজাতগুলো ঘরের বাতাসকে দূষিত করে। একই ভাবে, এয়ার ফ্রেশনার, টয়লেট স্প্রে এবং রিড ডিফিউজারেও ক্ষতিকারক সিন্থেটিক সুগন্ধী থাকে, বাতাস দূষিত হয়। এগুলোর বদলে এসেনসিয়াল অয়েল দিয়ে তৈরি মোমবাতি কিংবা সয়া মোমবাতি বেছে নেওয়া যায়। এটা ঘরকে প্রাকৃতিক সুগন্ধে ভরিয়ে তুলবে। বাতাসও পরিষ্কার থাকবে।
advertisement
প্রাকৃতিক পণ্য ব্যবহার: ঘর পরিষ্কার করতে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করা হয়। কিন্তু এতে থাকা কার্সিনোজেন, অ্যালার্জেন ইত্যাদি রাসায়নিক উপাদানের কারণে শ্বাসকষ্ট হতে পারে। সম্ভবত এই কারণেই আজকাল বেশিরভাগ মানুষই কোনও না কোনও রোগের সঙ্গে লড়ছেন। তাই রান্নাঘরে থাকা বেকিং সোডা, ভিনিগার ইত্যাদি দিয়ে তৈরি ক্লিনার ব্যবহার করাই ভাল। এগুলো শুধু নিরাপদ এবং সস্তাই নয়, বাড়ির বাতাসের মানেও ইতিবাচক প্রভাব ফেলে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 11:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুধু গাছপালা লাগিয়ে নয়, এই প্রাকৃতিক পদ্ধতিতে বাড়ির বাতাসের মান বাড়ান, তবেই সুস্থ ও নীরোগ থাকবেন!