Durga Puja2021: Ilish Paturi : শিলনোড়ায় বাটা সর্ষে, বাগানের কলাপাতায় মোড়া ইলিশপাতুরি, ভিল ফুডের ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন

Last Updated:

Durga Puja2021: Ilish Paturi :দুর্গা পুজোর (Durga Puja 2021) মধ্যে একদিন জমিয়ে রাঁধুন ইলিশ পাতুরি ৷ চিরন্তন বাঙালি ঘরানায় ইলিশের পাতুরি শিখিয়েছেন ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের (Vill Food You tube Recipe) ঠাকুমা পুষ্পরানি সরকার ৷

বর্ষা যেমন এখনও বিদায় নেয়নি, তেমনই বাজার আলো করে আছে ইলিশমাছও (Hilsa Fish) ৷ দুর্গা পুজোর (Durga Puja 2021) মধ্যে একদিন জমিয়ে রাঁধুন ইলিশ পাতুরি ৷ চিরন্তন বাঙালি ঘরানায় ইলিশের পাতুরি শিখিয়েছেন ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের (Vill Food You tube Recipe) ঠাকুমা পুষ্পরানি সরকার ৷ তাঁর সামনে বসে রান্না করেছেন পু্ত্রবধূ কবিতা ৷
রান্নার প্রথমে বাড়ির কালাগাছ থেকে পাতা কেটে নিলেন কবিতা ৷ তার পর শুরু হল ইলিশ মাছ কাটার পর্ব ৷ মাছ কেটে ধুয়ে নেওয়ার পর সব মশলা শিলনোড়ায় বেটে নিলেন পুষ্পরানি ৷ কাঁচাপাকা মিলিয়ে প্রথমে একগুচ্ছ লঙ্কা ৷ তার পর বেটে নিলেন সর্ষে ৷ এ বার নুন, হলুদ, সর্ষেবাটা ভাল করে মাখিয়ে নিলেন ইলিশমাছের গায়ে ৷ প্রতিটা মাছের সঙ্গে দিলেন একটা করে আস্ত কাঁচালঙ্কা ৷ তার পর কলাপাতার টুকরোয় মশলামাখা মাছ রেখে বেঁধে দিলেন সুতো দিয়ে ৷
advertisement
আরও পড়ুন : পুজোর ভোগে খিচুড়ির পাশে চাই সুগন্ধি লাবড়া, প্রাচীন এই পদের রন্ধনপ্রণালী ও টিপস আপনার জন্য
এ বার উনুনের গনগনে আঁচে মাটির সরা বসিয়ে তাতে ভাল করে তেল মাখিয়ে নিলেন ৷ তেল মাখানো সরা গরম হতেই একটা করে পাতুরি বসিয়ে দিলেন সরার উপর ৷
advertisement
তার পর চাপা দিলেন আরও একটি মাটির সরা দিয়ে ৷ মাঝে মাঝে মাটির সরার ঢাকনা তুলে খুন্তি দিয়ে এপিঠ ওপিঠ করে দিলেন কলাপাতায় মোড়া ইলিশমাছ ৷
advertisement
আরও পড়ুন : মুঠোবন্দি মাছ-ম্যাজিক! ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন চিতলের মুইঠ্যা
ভাল করে দু’পিঠ সেঁকা হয়ে যেতেই এক এক করে কলাপাতায় মোড়া মাছগুলিকে নামিয়ে নিলেন পুষ্পরানি ৷ খাঁটি দেশীয় পদ্ধতিতে তৈরি ইলিশ মাছের পাতুরি ৷ পুজোয় আপনিও একদিন এই রেসিপিতে ইলিশ পাতুরি রেঁধে বাড়ির লোক এবং অতিথিদের খাওয়ান ৷ মাটির সরা শহরে না পাওয়া গেলে রাঁধুন ননস্টিক কড়াইয়ে ৷
advertisement
পুজো অবধিই থাকে ইলিশ মাছের মরসুম ৷ অনেক বাঙাল বাড়িতেই বিজয়া দশমী এবং লক্ষ্মীপুজোয় জোড়া ইলিশ পুজো করা হয় ৷ প্রাচীন এই রীতির অন্তর্নিহিত অর্থ হল ইলিশ মাছের মরসুমের ইতি ঘোষণা করা ৷ এই সময়ের পর থেকে ইলিশভক্ষণে বিরতি দেওয়া হয় এই প্রজাতিকে সংরক্ষণ করার উদ্দেশেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja2021: Ilish Paturi : শিলনোড়ায় বাটা সর্ষে, বাগানের কলাপাতায় মোড়া ইলিশপাতুরি, ভিল ফুডের ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement