Durga Puja 2021: Bhoger Labra Recipe : পুজোর ভোগে খিচুড়ির পাশে চাই সুগন্ধি লাবড়া, প্রাচীন এই পদের রন্ধনপ্রণালী ও টিপস আপনার জন্য

Last Updated:

Durga Puja 2021 Recipe: Labra : দুর্গাপুজোর ভোগ মানেই খিচুড়ি ও লাবড়া (Khichuri and Labra)

প্রত্যেক উৎসবে (Durga Puja2021) সেই মরসুমের ফল ও শাকসব্জির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে৷ উৎসবে সেগুলি খাওয়ার অর্থ একদিক দিয়ে জড়িয়ে আছে সুস্বাস্থ্যের সঙ্গেও৷ দুর্গাপুজোর ভোগ মানেই খিচুড়ি ও লাবড়া (Khichuri and Labra)৷ ঢাকের সঙ্গে যেমন কাঁসর, খিচুড়ির সঙ্গে তেমনই এই সবরকম তরিতরকারি মেশানো লাবড়ার পদ ৷
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো হয়ে সরস্বতী পুজো-শরৎ থেকে বসন্ত ঋতু অবধি উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে লাবড়ার ফোড়নের সুগন্ধ৷ যত বেশি তাজা শাকসব্জি দেবেন, তত বেশি সুস্বাদু হবে লাবড়া ৷ ফাইবার সমৃদ্ধ তরিতরকারি (Vegetables) এই ঋতু পরিবর্তনের সময় খাওয়া শরীর ও মন, দু’দিক দিয়েই উপাদেয় ৷
আপাতভাবে মনে হয়, লাবড়া রান্নার বুঝি কোনও ব্যাকরণ নেই ৷ তা কিন্তু নয় ৷ পরিবার ভেদে পাল্টে যায় লাবড়ার তরকারি ৷ যাঁরা পুরনো রীতি মেনে রাঁধেন, তাঁরা এতে থোড় দেবেনই ৷ আবার অনেক বাড়িতে মুলো ছাড়া লাবড়া ভাবাই যায় না ৷ সাবেক পূর্ববঙ্গীয় পরিবারে লাবড়ায় পড়বেই গাঁটি কচু, রাঙা আলু, চালকুমড়ো এবং সকলের শেষে নারকেল কোরা ৷ সুগন্ধ বাড়াতে যোগ করা হয় ঘি এবং ভাজা মশলা ৷ গোটা জিরে, মৌরি দানা, ধনেদানা এবং এলাচ পরিমাণমতো শুকনো খোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে বা বেটে ভাজা মশলা তৈরি করুন ৷ লাবড়া ছাড়াও অনেক পদে ব্যবহার করতে পারবেন ৷
advertisement
advertisement
বাঙালি হেঁসেলে নিরামিষ রান্নার বৈচিত্র্যের শেষ নেই৷ তবে চচ্চড়ি, বাটি চচ্চড়ি, পাঁচমিশালির তরকারির থেকে লাবড়ার স্বাদ ও রন্ধনপ্রণালী কিন্তু আলাদা ৷ মধ্যযুগীয় সময় থেকে বিভিন্ন সাহিত্যে উঠে আসে লাবড়ার বর্ণনা ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে সব্জির সংযোজন অনেক পাল্টেছে ৷ বিদেশিদের হাত ধরে একে একে বাঙালির খাদ্যতালিকায় যা যা সব্জি যোগ হয়েছে, সেগুলি এসে পড়েছে লাবড়ার কড়াইয়েও ৷ এখন আলু, বিনস, সীম, ফুলকপি, বাধাকপির মতো সব্জির অবাধ বিচরণ এই পদে ৷
advertisement
আরও পড়ুন : ভোগের খিচুড়ি ছাড়া পুজো হয় নাকি? শিখুন বনেদিবাড়ির আসল রেসিপি
অবশ্য কিছু রন্ধনপটিয়সীর মতে, ফুলকপি আর বাধাকপি একসঙ্গে লাবড়ায় না দেওয়াই ভাল ৷ বরং তাদের মধ্যে একটিকে দিন৷ অনেকে লাবড়ায় জল দেন না, দিলেও খুব সামান্য জলে রাঁধেন ৷ তরকারির জলীয় অংশেই হয়ে যায় রান্না ৷ যে তরকারি সিদ্ধ হতে বেশি সময় নেয়, সেগুলি আগে যোগ করা হয়৷ যেগুলি কম সময় নেয়, সেগুলি পরে৷
advertisement
আরও পড়ুন : সিল্ক শাড়ির জেল্লা দীর্ঘদিন ধরে রাখতে জানুন তার যত্নের খুঁটিনাটি
তবে লাবড়ার স্বাদ অনেকাংশে নির্ভর করে কীভাবে তরকারি কাটা হয়েছে, তার উপরও ৷ লাবড়ায় ঘি, ভাজা মশলা মেশাতে ভুলবেন না ৷ নারকেল কোরার স্পর্শ এনে দেবে উৎসবের আমেজ ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021: Bhoger Labra Recipe : পুজোর ভোগে খিচুড়ির পাশে চাই সুগন্ধি লাবড়া, প্রাচীন এই পদের রন্ধনপ্রণালী ও টিপস আপনার জন্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement