Durga Puja Fashion 2021: সিল্ক শাড়ির জেল্লা দীর্ঘদিন ধরে রাখতে জানুন তার যত্নের খুঁটিনাটি

Last Updated:
পুজোর সাজে (Durga Puja Fashion 2021) শাড়ি চাই-ই চাই বঙ্গললনাদের৷ ঢাকাই, তাঁতের পাশাপাশি সিল্কও (Silk Saree) বাঙালির আলমারির অন্যতম সম্পদ৷ বিদ্যা বালনের হাত ধরে ফ্যাশন মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছে সিল্কের ভারী সনাতনী শাড়ি৷ সিল্ক শাড়িতে অষ্টমী বা নবমীর রাতে হয়ে উঠতে পারেন অনন্যা৷ তবে রেশমি শাড়ি শুধু পরলেই হবে না৷ তার যত্নও (Taking care of Silk Saree) নিতে হবে৷ জেনে নিন কীভাবে দীর্ঘদিন ভাল রাখবেন আপনার সিল্ক শাড়িকে৷ কারণ এক একটি শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে একরাশ সেন্টিমেন্ট৷
# বেশি ক্ষণ সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না৷ যদি কিছু দিন রাখতে হয় মাঝে মাঝেই আলমারি খুলে শাড়ির ভাঁজ খুলে আবার ভাঁজ করে তার পর হ্যাঙ্গারে রাখুন ৷
# খোলার পর পরই সিল্ক শাড়ি আলমারিতে তুলে রাখবেন না৷ কিছু ক্ষণ পাখার বাতাসে শাড়িটি রাখুন৷ ঘামের দাগ থাকলে তা শুকিয়ে যাবে৷ তার পর আলমারিতে যত্ন করে রাখুন শাড়িটি৷
advertisement
advertisement
# চেষ্টা করবেন সিল্কের শাড়ি সব সময় ড্রাই ক্লিন করানোর৷ এতে ঔজ্জ্বল্য বজায় থাকে৷ বাড়িতে কখনওই সিল্ক শাড়ি কাচবেন না৷ বিশেষ করে প্রথম বার কাচার সময় তো ড্রাই ক্লিন অত্যাবশ্যক৷
আরও পড়ুন : নতুন জুতোর ফোস্কা এড়াতে চান? ফোস্কা পড়লে কী করে সারাবেন? টোটকা জানুন পুজোর আগেই
# সব সময় নরম সুতির কাপড়ে জড়িয়ে সিল্কের শাড়ি রাখুন৷ সুতির কাপড়ের পরিবর্তে রাখতে পারেন কাগজের মোড়কেও৷ তবে দেখবেন যেন একটি মোড়কে একটিই শাড়ি থাকে৷ একাধিক নয়৷
advertisement
# দীর্ঘ দিন একই অবস্থায় থাকলে সিল্ক শাড়ি ভাঁজে ভাঁজে কেটে যায়৷ তাই মাঝে মাঝেই শাড়ি বার করে ভাঁজ পাল্টান ও রোদে দিন৷
আরও পড়ুন : পুজোর আগে জেনে নিন বাড়িতে নিখুঁত ইস্ত্রির রহস্য
# বছরে দু’বার সিল্কের শাড়ি রোদে দিন৷ তবে খেয়াল রাখবেন যেন বেশি কড়া রোদে সেগুলি দেওয়া না হয়৷
advertisement
# বাড়িতে সিল্ক শাড়ি ইস্ত্রি করার সময়েও খেয়াল রাখুন৷ আয়রনকে ‘সিল্ক ফ্যাব্রিক’ মোডে দিয়ে তবেই ইস্ত্রি করুন৷ নরম হাতে কম তাপমাত্রায় ইস্ত্রি করবেন৷
# ভেজা অবস্থায় কখনওই সিল্ক শাড়ি তুলে রাখবেন না৷ আগে নিশ্চিত হন যে শাড়িটি সম্পূর্ণ শুকিয়েছে কিনা, তার পরই ভাঁজ করে আলমারিতে তুলুন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2021: সিল্ক শাড়ির জেল্লা দীর্ঘদিন ধরে রাখতে জানুন তার যত্নের খুঁটিনাটি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement