Durga Puja Fashion 2021: সিল্ক শাড়ির জেল্লা দীর্ঘদিন ধরে রাখতে জানুন তার যত্নের খুঁটিনাটি

Last Updated:
পুজোর সাজে (Durga Puja Fashion 2021) শাড়ি চাই-ই চাই বঙ্গললনাদের৷ ঢাকাই, তাঁতের পাশাপাশি সিল্কও (Silk Saree) বাঙালির আলমারির অন্যতম সম্পদ৷ বিদ্যা বালনের হাত ধরে ফ্যাশন মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছে সিল্কের ভারী সনাতনী শাড়ি৷ সিল্ক শাড়িতে অষ্টমী বা নবমীর রাতে হয়ে উঠতে পারেন অনন্যা৷ তবে রেশমি শাড়ি শুধু পরলেই হবে না৷ তার যত্নও (Taking care of Silk Saree) নিতে হবে৷ জেনে নিন কীভাবে দীর্ঘদিন ভাল রাখবেন আপনার সিল্ক শাড়িকে৷ কারণ এক একটি শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে একরাশ সেন্টিমেন্ট৷
# বেশি ক্ষণ সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না৷ যদি কিছু দিন রাখতে হয় মাঝে মাঝেই আলমারি খুলে শাড়ির ভাঁজ খুলে আবার ভাঁজ করে তার পর হ্যাঙ্গারে রাখুন ৷
# খোলার পর পরই সিল্ক শাড়ি আলমারিতে তুলে রাখবেন না৷ কিছু ক্ষণ পাখার বাতাসে শাড়িটি রাখুন৷ ঘামের দাগ থাকলে তা শুকিয়ে যাবে৷ তার পর আলমারিতে যত্ন করে রাখুন শাড়িটি৷
advertisement
advertisement
# চেষ্টা করবেন সিল্কের শাড়ি সব সময় ড্রাই ক্লিন করানোর৷ এতে ঔজ্জ্বল্য বজায় থাকে৷ বাড়িতে কখনওই সিল্ক শাড়ি কাচবেন না৷ বিশেষ করে প্রথম বার কাচার সময় তো ড্রাই ক্লিন অত্যাবশ্যক৷
আরও পড়ুন : নতুন জুতোর ফোস্কা এড়াতে চান? ফোস্কা পড়লে কী করে সারাবেন? টোটকা জানুন পুজোর আগেই
# সব সময় নরম সুতির কাপড়ে জড়িয়ে সিল্কের শাড়ি রাখুন৷ সুতির কাপড়ের পরিবর্তে রাখতে পারেন কাগজের মোড়কেও৷ তবে দেখবেন যেন একটি মোড়কে একটিই শাড়ি থাকে৷ একাধিক নয়৷
advertisement
# দীর্ঘ দিন একই অবস্থায় থাকলে সিল্ক শাড়ি ভাঁজে ভাঁজে কেটে যায়৷ তাই মাঝে মাঝেই শাড়ি বার করে ভাঁজ পাল্টান ও রোদে দিন৷
আরও পড়ুন : পুজোর আগে জেনে নিন বাড়িতে নিখুঁত ইস্ত্রির রহস্য
# বছরে দু’বার সিল্কের শাড়ি রোদে দিন৷ তবে খেয়াল রাখবেন যেন বেশি কড়া রোদে সেগুলি দেওয়া না হয়৷
advertisement
# বাড়িতে সিল্ক শাড়ি ইস্ত্রি করার সময়েও খেয়াল রাখুন৷ আয়রনকে ‘সিল্ক ফ্যাব্রিক’ মোডে দিয়ে তবেই ইস্ত্রি করুন৷ নরম হাতে কম তাপমাত্রায় ইস্ত্রি করবেন৷
# ভেজা অবস্থায় কখনওই সিল্ক শাড়ি তুলে রাখবেন না৷ আগে নিশ্চিত হন যে শাড়িটি সম্পূর্ণ শুকিয়েছে কিনা, তার পরই ভাঁজ করে আলমারিতে তুলুন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2021: সিল্ক শাড়ির জেল্লা দীর্ঘদিন ধরে রাখতে জানুন তার যত্নের খুঁটিনাটি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement