Durga Puja Travel: পাহাড় বেয়ে চলে খরস্রোতা, নদীর ধারে সাজানো হোমস্টে! এবারের পুজো একেবারে নিরিবিলিতে কাটাতে চান? ঘুরে আসুন ময়নাবাড়ি

Last Updated:

Durga Puja Travel: ভুটানঘাট ঘুরতে এলে অবশ্যই আসতে হবে ময়নাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার পর্যটনে ফের নিজের স্থান ফিরে পেতে সেজে উঠছে শামুকতলা এলাকার ময়নাবাড়ি।

+
ভুটানঘাট

ভুটানঘাট

আলিপুরদুয়ার, অনন্যা দে: ভুটানঘাট ঘুরতে এলে অবশ্যই আসতে হবে ময়নাবাড়ি। আলিপুরদুয়ার পর্যটনে ফের নিজের স্থান ফিরে পেতে সেজে উঠছে শামুকতলা এলাকার ময়নাবাড়ি। দুর্গাপুজোর প্রাক্কালে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকার হোমস্টেগুলি সাজিয়ে তোলা হচ্ছে পর্যটক টানতে। শামুকতলা থানার ময়নাবাড়ি এলাকার মধ্যে অন্যতম। সেখানে গেলে দেখা যায় কাঠের তৈরি অনেকগুলি হোমস্টে। ময়নাবাড়ির শান্ত পরিবেশ পর্যটকদের পছন্দ। জলদাপাড়া, চিলাপাতা তো অনেকেই গিয়েছেন, ময়নাবাড়ি একবার এলে বারবার ইচ্ছে করবে থেকে যেতে।
অসম, ভুটান সীমান্তে অবস্থিত ময়নাবাড়ির প্রচার এখনও তেমন নেই। তবে যেসব পর্যটক ভুটান ঘাট বেড়াতে আসেন, তারা ময়নাবাড়ি এলাকায় আসেন। পর্যটন বিকাশের ক্ষেত্রে ময়নাবাড়ির নাম উঠে আসুক চাইছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। যার কারণে সাজিয়ে তোলা হচ্ছে এলাকার হোমস্টেগুলি। বর্তমানে হোমস্টেগুলিতে গেলে দেখা যায় কিছু পর্যটক রয়েছেন সেখানে। তারা ভুটানঘাট ও ময়নাবাড়ির অপরূপ সৌন্দর্য দেখে মোহিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাট বোঝাই ইঞ্জিনভ্যান আটকেছিলেন কর্তব্যরত ASI, সেই রাগে তৃণমূলের উপ প্রধানের যা করলেন…! লজ্জাজনক
পর্যটকরা জানিয়েছে, ময়নাবাড়ি জঙ্গল ঘেরা একটি গ্রাম। বিকেল হলেই দেখা মেলে হাতির পাল, হরিণ বাইসন, ময়ূর থেকে শুরু করে নানান বন্য পশুদের। জঙ্গল সাফারি না করেই এত পশু পাখির দেখা পান পর্যটকরা। পাশাপাশি এলাকার শান্ত পরিবেশ মন ছুঁয়ে যায় সকলের। পর্যটন ব্যবসায়ীদের বিশ্বাস, অফবিট জায়গার খোঁজ পেলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতার মানুষ এলাকায় আসবেন।
advertisement
ময়নাবাড়ি এলাকা থেকে কিছুদুরেই ভুটান ঘাট। তাছাড়া ভুটান পাহাড় রয়েছে পাশাপাশি। একদিকে চা বাগান, অন্যদিকে জঙ্গল। তারই মাঝখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হোমস্টে।‌ হোমস্টে মালিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা এখন থেকেই পুজোর  বুকিং নিতে শুরু করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Travel: পাহাড় বেয়ে চলে খরস্রোতা, নদীর ধারে সাজানো হোমস্টে! এবারের পুজো একেবারে নিরিবিলিতে কাটাতে চান? ঘুরে আসুন ময়নাবাড়ি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement