মায়ের এই পাঁচ অলঙ্কার আপনার কাছে থাকলে আপনিই ধনী, দেখে নিন আছে কি না . . .

Last Updated:

মায়ের এই পাঁচ অলঙ্কাকার কি আপনার কাছে আছে কি ? যদি থাকে তাহলে আপনিই হবেন চিরধনী মানুষ ৷

#কলকাতা: মায়ের এই পাঁচ অলঙ্কার কি আপনার কাছে আছে কি ? যদি থাকে তাহলে আপনিই হবেন চিরধনী মানুষ ৷ সারদামণির প্রসঙ্গেই কথা বলা হচ্ছে যিনি বেশ কিছু অলংঙ্কার আমাদের দিয়েছেন ৷ মায়ের এই পাঁচ অলংঙ্কার গুলি একবার যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনিই হবেন চিরসুখী ৷
সারদা মা বলেছিলেন নরেনও আমার ছেলে আর আমজাদও আমার ছেলে অর্থাৎ তিনি মিলে মিশে থাকতে বলেছেন ৷ ভেদাভেদকে সরিয়ে মিলেমিশে চললেই আসতে পারে চিরশান্তি ৷ কাটবে সুখের জীবন ৷
'আমি সতেরও মা, অসতেরও মা' - অর্থাৎ প্রতিটি মায়ের কাছে সন্তানের থেকে প্রিয় আর কিছুই নেই ৷ সন্তান ভুল করলে মা শাসন করবে কিন্তু সন্তান সন্তানের জায়গায় থাকবে ৷ কিঞ্চিৎ আশ্রয় ও প্রশ্রয়ে ৷ শাসন করা তারেই মানে সোহাগ করে যে ৷
advertisement
advertisement
সারদা মা বলেছিলেন যদি শান্তি পেতে চাও দোষ দেখনা কারোর, দোষ দেখবে নিজের ৷ নিজেকে পরিষ্কার করলেই আসবে মুক্তি ৷ তোমাকে দেখেই জগৎ নেবে অনুপ্রেরণা ৷ অন্যের দোষ দেখতে দেখতে স্বভাব এমনই হবে যে আর সব কিছুতেই তার খারাপ দেখবে তার ভালও চোখে পড়বে না কিছুতেই ৷
মায়েরই কাজ হল তাঁর সন্তানকে পরিচ্ছন্ন রাখার, ছেলে ধুলো মাখলে মা পরিষ্কার করবে, ধুয়ে দেবে ৷ তাই সবাইকে ভালবেসে খারাপেও ভালকে বেছে নিতে হবে ৷ পবিত্র স্পর্শই মনের যাবতীয় কু-ভাব থেকে দূরে সরিয়ে রাখবে ৷
advertisement
দু'বেলা পেট ভরে খাও আর আনন্দে থাক ৷ দেখবে কোনও খারাপ চিন্তা মনে বাসা বাঁধতে পারবে না ৷ সব সময়ে ভাল চিন্তাভাবনা করলেই ভাল কিছু হবে, খারাপ চিন্তা করলেই খারাপ হবে ৷
এই পাঁচ অলঙ্কারে আপনি করতে পারেন কিস্তিমাত ৷ যার যেমন ভাব তার তেমন লাভ ৷ জীবনে চলার পথে সারদা মায়ের এই পাঁচ বাণী যদি আপনার চলার পথের সঙ্গী হয়ে থাকে ৷ আপনার হবে জয় নিশ্চয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মায়ের এই পাঁচ অলঙ্কার আপনার কাছে থাকলে আপনিই ধনী, দেখে নিন আছে কি না . . .
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement