কেন রথের সময় ৯ দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ ?

Last Updated:

রথ বলতেই চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গোল্লা গোল্লা বড় বড় চোখের সেই অসমাপ্ত মূর্তি, রথের দড়িতে টান, জিলিপি , পাঁপড় ভাজার কথা ৷ তার মধ্যে অবসম্ভাবী হিসাবে থাকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারায় বৃষ্টি ৷

#কলকাতা: রথ বলতেই চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গোল্লা গোল্লা বড় বড় চোখের সেই অসমাপ্ত মূর্তি, রথের দড়িতে টান, জিলিপি , পাঁপড় ভাজার কথা ৷ তার মধ্যে অবসম্ভাবী হিসাবে থাকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারায় বৃষ্টি ৷ আজই রথযাত্রার সমাপ্তি ৷ আজই মাসির বাড়ির ছুটি কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা জগন্নাথদেবের ৷
১৪ জুলাই শনিবার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি এসেছেন জগন্নাথ ৷ জগন্নাথের মাসি হলে গুন্ডিচা দেবী ৷ যিনি রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ৷ এই ইন্দ্রদ্যুম্নই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ৷ বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন ৷ তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্রে। এখন এই মন্দিরই পুরীর জগন্নাথধাম ৷ মন্দিরে বিগ্রহ স্থাপন করতে নীলমাধবের খোঁজ শুরু করলেন তিনি ৷ রাজার অনুচর এক ব্রাহ্মণ শবররাজ বিশ্ববসুর ঘরে নীলমাধবের খোঁজ পেলেন ৷ নীলমাধব দৈববাণী করেছিলেন, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ ৷ সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল ৷ কিন্তু অত্যন্ত শক্ত সেই কাঠে কিছুতেই বিগ্রহ খোদাই করা যায় না ৷ শেষ পর্যন্ত শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় ৷ তবে তাঁর একটাই শর্ত ৷ ২১ দিনের আগে কেউ যেন তাঁর কাজ না দেখে ৷ কিন্তু হঠাৎ একদিন ভিতর থেকে বিগ্রহ তৈরির কোনও শব্দ না পেয়ে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী দরজা খুলে দেখেন বিগ্রহ অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে ৷ সেই বৃদ্ধ কারিগরের দেখা নেই ৷jagannathrathyatra-8
advertisement
advertisement
তখন অনুশচনা করতে লাগলেন রাজা-রানি ৷ কিন্তু ভগবান দেখা দিয়ে বললেন, এই সবকিছু আগে থেকেই তৈরি করা ছিল ৷ তিনি এই রূপেই প্রতিষ্ঠিত হতে চান এবং ভক্তের পুজো পেতে চান ৷ সেই সময়ই রানি গুন্ডিচা ভগবানকে সন্তানরূপে গ্রহণ করতে চান ৷ এবং জগন্নাথকে তাঁর বাড়ি যাওয়ার জন্য আবদার করে বসেন ৷ জগন্নাথও প্রতিবছর নয়দিনের জন্য গুন্ডিচা দেবীর বাড়ি যাওয়ার প্রতিশ্রুতি দেন ৷ সেই থেকে প্রতিবছর সোজা রথ থেকে উল্টো রথ এই নয়দিনের জন্য গুন্ডিচা মন্দিরে গমন করেন জগন্নাথ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেন রথের সময় ৯ দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement